শাওমি রেডমি নোট 7 ও নোট 7 প্রো ভারতে লঞ্চের আগেই জেনে নিন ফোনের সব তথ্য

কম দামে শক্তিশালী স্পেসিফিকেশন‌ওয়ালা ব্র‍্যান্ডের কথা বলতে গেলে শাওমির নাম সবার আগে আসে। বর্তমানে ভারতীয় স্মার্টফোন বাজারের একটি বড় অংশের ওপর শাওমির কবজা রয়েছে। এবছরের শুরুতে শাওমি রেডমি নোট 7 লঞ্চ করে। রেডমি নোট 7 শাওমির লঞ্চ করা প্রথম এমন ফোন যা 48 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। রেডমি নোট 7 আপাতত এই মুহূর্তে শুধুমাত্র চীনে সেল করা হচ্ছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য দেশেও সেল করা হবে। ইতিমধ্যে রেডমি নোট 7 চীনে সেলের নতুন রেকর্ড গড়েছে। এক মাসের মধ্যেই এই ফোনের 10 লক্ষের‌ও বেশি হ‍্যান্ডসেট বিক্রি হয়ে গেছে। আর এই কারণেই ভারতের রেডমি ফ‍্যানদের মধ্যে রেডমি নোট 7 এর জন্য অপেক্ষা আরও বাড়িয়ে তুলেছে।

সামনে এল নোকিয়ার সস্তা স্মার্টফোন নোকিয়া 1 প্লাস, এর দাম হবে শাওমির থেকেও কম

ভারতে রেডমি নোট 7 কবে লঞ্চ হবে সেবিষয়ে রেডমি ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। চীনে রেডমি নোট 7 এর সেল চলছে, কিছু মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে ভারতে রেডমি নোট 7 এর সঙ্গে সঙ্গে রেডমি নোট 7 প্রোও লঞ্চ করা হবে। রেডমি নোট 7 এর সঙ্গে শাওমি রেডমিকে নতুন সাব ব্র‍্যান্ড হিসেবে ঘোষণা করেছে এবং রেডমি নোট 7 রেডমি ব্র‍্যান্ডে লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোন। এই ফোনটি যেমন লুক ও ডিজাইনের দিক থেকে যথেষ্ট আকর্ষণীয় তেমনই আবার স্পেসিফিকেশনের দিক থেকে অনেক দামি ফোনকেও টেক্কা দিতে সক্ষম।

রেডমি নোট 7
রেডমি নোট 7 গ্লাস বডিতে তৈরি করা হয়েছে যার ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ আছে। রেডমি নোট 7 এ 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য কোম্পানি এটি গোরিলা গ্লাস 5 কোটেড করেছে।

স‍্যামসাং আবার দেবে শাওমিকে টক্কর, আনতে চলেছে অত্যন্ত সস্তা অ্যান্ড্রয়েড গো ফোন

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেট‌আপ। এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং সেন্সর আছে। কোম্পানি রেডমি নোট 7 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপকে এআই টেকনিকযুক্ত করেছে যা লাইট, নয়েস ও ব্রাইটনেস নিজে থেকেই অ্যাডজাস্ট করে সুন্দর ফোটো ক‍্যাপচার করতে পারে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

রেডমি নোট 7 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং কোম্পানির ইউজার ইন্টারফেস মিইউআই 9 এর ব‍্যবহার আরও সুন্দর ও স্মুথ বানায়। প্রসেসিঙের জন্য রেডমি নোট 7 এ 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য রেডমি নোট 7 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে।

শাওমি গড়ল নতুন রেকর্ড, 1 মাসের মধ্যে বেচল রেডমি নোট 7 এর 1 লক্ষের‌ও বেশি হ‍্যান্ডসেট

শাওমি রেডমি নোট 7 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএসের সঙ্গে আইআর ব্লাস্টার‌ও দেওয়া হয়েছে। রেডমি নোট 7 এ মিউজিকের জন্য 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে এবং এক্সটার্নাল ইউএসবি ড্রাইভের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রেডমি নোট 7 চীনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি সাপোর্ট করে। দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মছমরি দেওয়া হয়েছে এবং রেডমি নোট 7 এর সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। রেডমি নোট 7 চীনে টোয়াইলাইট গোল্ড, ফ‍্যান্টাসি ব্লু ও ব্রাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

4 জিবি র‍্যাম ও 6.1 ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল এলজি কিউ9 ওয়ান, পড়লেও ভাঙ্গবে না এই মিলিটারি গ্ৰেড ফোন

রেডমি নোট 7 প্রো
শাওমি আপাতত রেডমি নোট 7 প্রো সম্পর্কে কিছু বলেনি তবে বিভিন্ন লিকে রেডমি নোট 7 প্রোর স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে। মনে করা হচ্ছে ভারতে শাওমি রেডমি নোট 7 প্রোই লঞ্চ করবে। রেডমি নোট 7 প্রো রেডমি নোট 7 এর মতো ডিজাইনেই পেশ করা হবে এবং এতেও ওয়াটারড্রপ নচ থাকবে। রেডমি নোট 7 প্রো স্পেসিফিকেশনের দিক থেকেরেডমি নোট 7 এর থেকে বেশি অ্যাডভান্সড ও শক্তিশালী হবে।

রেডমি নোট 7 প্রো সম্পর্কে লিকে বলা হয়েছে এতে 48 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সরের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। রেডমি নোট 7 এ স‍্যামসাঙের ক‍্যামেরা সেন্সর দেওয়া হলেও রেডমি নোট 7 প্রোতে সোনী আইএম‌এক্স586 সেন্সর দেওয়া হতে পারে। ভারতে রেডমি নোট 7 প্রো 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

ভিভো ভি15 প্রো আমাজনে হল লিস্টেড, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন

রেডমি নোট 7 এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে তবে রেডমি নোট 7 প্রোতে স্ন‍্যাপড্রাগন 675 চিপসেট ব‍্যবহার করা হতে পারে। প্রসঙ্গত স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে আজ পর্যন্ত কোনো স্মার্টফোন লঞ্চ হয়নি। লিক যদি সত্যি হয় তবে রেডমি নোট 7 প্রো এই চিপসেটে রান করা প্রথম স্মার্টফোন হবে।

ভারতে লঞ্চ
শাওমি এখনও পর্যন্ত রেডমি নোট 7 বা রেডমি নোট 7 প্রোর ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে শোনা গেছে আগামী মাসে অর্থাৎ মার্চে কোম্পানি ভারতে রেডমির লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করবে। এই স্মার্টফোন লোয়ার মিড বাজেটে লঞ্চ করা হতে পারে এবং বাজারে এই ফোন 10,000 টাকা থেকে 15,000 টাকা দামে এই ফোন সেল করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here