চিনের টেক কোম্পানি OPPO সম্পর্কে বিগত বেশ কিছু দিন ধরে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে ‘F21’ সিরিজের নতুন ফোন লঞ্চ করবে। এই সিরিজের লঞ্চ সম্পর্কে এতদিন ধরে অনেক লিক সামনে এসেছে, তবে আজ সব লিকের উরদ্ধে উঠে স্বয়ং কোম্পানি তাদের আপকামিং OPPO F21s Pro Series এর লঞ্চ ডেট ঘোষণা করেছে। আগামী 15 সেপ্টেম্বর ভারতে OPPO F21s Pro ফোনটি লঞ্চ করা হবে।
OPPO F21s Pro Series-এর ভারতে লঞ্চ
আগামী 15 সেপ্টেম্বর ওপ্পো ইন্ডিয়া ভারতে তাদের নতুন সিরিজ OPPO F21s Pro নামে পেশ করা হবে। এই সিরিজে মোট কি কি ফোন লঞ্চ করা হবে তা এখনও পর্যন্ত জানা জায়নি কিন্তু আগামী 15 সেপ্টেম্বর নিশ্চিতভাবে OPPO F21s Pro 5G নামের একটি ফোন পেশ করা হচ্ছে। কোম্পানি তাদের এই নতুন সিরিজকে #BeautyInEverything হ্যাশট্যাগ ব্যাবহার করে প্রমোট করছে।
OPPO F21s Pro এর বিশেষত্ব
কোম্পানি তাদের OPPO F21s Pro ফোনটি বা এই সিরিজের অন্যান্য ডিভাইস সম্পর্কে আপাতত কোনো তথ্য জানায়নি। কিন্তু তাদের টুইট ও প্রমোশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে OPPO F21s Pro সিরিজের ক্ষেত্রে মূল বিশেষত্ব হবে এর ক্যামেরা সেগমেন্ট। OPPO F21s Pro 5G ফোনটিতে হাই কোয়ালিটি Microlens Camera দেওয়া হবে যা 30X পর্যন্ত জুম সাপোর্ট করে। তবে কোম্পানির পক্ষ থেকে এই লেন্সের মেগাপিক্সেলের ডিটেইলস করা হয়নি।
Vivo V25 India Launch
সবচেয়ে বড় কথা 15 সেপ্টেম্বর একই দিনে কোম্পানির Vivo V25 5G ফোন ভারতে লঞ্চ করা হবে। অর্থাৎ ওইদিন ওপ্পো এবং ভিভোর মধ্যে সরাসরি সংঘাত হতে চলেছে। জানিয়ে রাখি Vivo V25 5G ফোনটিতে 50MP Selfie Camera দেওয়া হবে। এই ফোনে 8GB Extended RAM টেকনোলজি থাকবে এবং ফোনটি Color Changing Fluorite AG Glass design এর সঙ্গে লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন