আপকামিং OPPO Find N5 ফোনটি বেশ কিছু ফিচার সম্পর্কে আগেই জানা গেছে, তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। এবার কোম্পানির Find Series এর প্রধান ঝোউ ইয়িবাও আপকামিং ফোল্ডেবল ফোনের কালার অপশন সম্পর্কে জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী একটি ইভেন্টের মাধ্যমে এই মাসের শেষের দিকেই Find N5 এর সঙ্গে OPPO Watch X2 ও লঞ্চ করা হবে। Find N3 ফোনের এবং OPPO Watch X ওয়াচের সাক্সেসার হিসেবে Find N5 ফোন এবং Watch X2 ওয়াচ লঞ্চ করা হবে।
একইসঙ্গে লঞ্চ হবে OPPO Find N5 এবং Watch X2
- ঝোউ ইয়িবাও তাদের নতুন ওয়েইবো পোস্টের মাধ্যমে ইউজারদের কমেন্টের উত্তরে Find N5 এবং Watch X2 সম্পর্কে নতুন ডিটেইলস শেয়ার করেছে।
- আপকামিং ফোল্ডেবল ফোনটি হোয়াইট কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে। মনে করিয়েদিই ফাইন্ড এন 3 ফোনটি ব্ল্যাক, গোল্ড, গ্রিন ও রেড কালার অপশনে পেশ করা হয়েছিল।
- টিজার ইমেজ অনুযায়ী ফোনটি ব্ল্যাক কালার অপশনেও লঞ্চ করা হবে।
- ফাইন্ড এন 5 ফোনের বেটার স্টেবিলিটির জন্য এতে 3ডি প্রিন্টেড টাইটেনিয়াম মিক্স মেটাল ফ্রেম যোগ করা হবে বলে আগেই জানা গেছে। এই ফোনটি বিশ্বের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে।
- কোম্পানির Find Series এর প্রধান ঝোউ ইয়িবাও কমেন্টের উত্তরে জানিয়েছেন ওয়াচ এক্স2 ওয়াচের সঙ্গে ফাইন্ড এন5 ফোনও লঞ্চ করা হবে।
- আপকামিং স্মার্টওয়াচটি রক্তচাপ ডিটেক্ট ফিচার সহ লঞ্চ করা হবে বলে আগেই জানানো হয়েছিল। এটি কোম্পানির প্রথম এরম ওয়াচ হতে চলেছে।
- এই ফিচার অসংলগ্ন রক্তচাপ ডিটেক্ট করবে এবং ইউজারদের ওয়ার্নিং দেবে। এর ফলে বাজারে উপস্থিত বিভিন্ন প্রিমিয়াম অ্যাপল ও স্যামসাঙ ডিভাইসের সঙ্গে এটি প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে।
চীনে লঞ্চ হওয়ার পরই ওপ্পো ফাইন্ড এন5 ফোনটি গ্লোবাল বাজারে ওয়ানপ্লাস ওপেন 2 নামে লঞ্চ করা হবে। তাই দুটি ফোনের স্পেসিফিকেশন একইরকম হবে, কিন্তু দাম আলাদা হতে পারে বলে আশা করা হচ্ছে। 2023 সালে ভারতে ওয়ানপ্লাস ওপেন ফোনের দাম 1,39,999 টাকা রাখা হয়েছিল।
চীনে লঞ্চ হওয়া OPPO Watch X স্মার্টওয়াচটির রিব্র্যান্ড ভার্সন হিসেবে OnePlus Watch 2 ওয়াচটি 24,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তাই আপকামিং Watch X2 স্মার্ট ওয়াচটি গ্লোবাল মার্কেটে OnePlus Watch 3 হিসেবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গত মাসে TENAA সার্টিফিকেশন সাইটে আগের মডেলের মতো ডিজাইন এবং 631mAh ব্যাটারি সহ লিস্টেড হয়েছিল।
ওয়ানপ্লাস ওপেন 2 এবং ওয়ানপ্লাস ওয়াচ 3 দুটি প্রোডাক্ট একইসঙ্গে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে পরবর্তী সময়ে জানা যাবে।