ভারতে লঞ্চ হল ওপ্পো কে1, এতে আছে 4 জিবি র‍্যাম, ডুয়েল ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

ওপ্পো আজ ভারতে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে একটি নতুন ডিভাইস লঞ্চ করল। ওপ্পোর পক্ষ থেকে ভারতে ওপ্পো কে1 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে কোম্পানি এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ওয়াটারড্রপ নচের মতো সুন্দর ফিচার যোগ করেছে। এদেশে ফোনটির দাম 16,990 টাকা রাখা হয়েছে যা আগামী 12 ফেব্রুয়ারি থেকে সেল করা হবে।

শাওমির জন্য কড়া প্রতিযোগিতা, স‍্যামসাং আনতে চলেছে অত্যন্ত সস্তা ফোন গ‍্যালাক্সি এ10, গ‍্যালাক্সি এ20 ও গ‍্যালাক্সি এ30

ওপ্পো কে1 ফোনটি কোম্পানির পক্ষ থেকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি মেটাল ফ্রেমে তৈরি যা 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন সাপোর্ট করে। ওপ্পোর পক্ষ থেকে ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে কালার ওএস 5.2 সহ পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 512 জিপিইউ দেওয়া আছে।

ওপ্পো কে1 এ 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য ওপ্পো কে1 ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এক্সক্লুসিভ : লঞ্চের আগেই দেখুন ভিভো ভি15 প্রো, দেখে নিন ফোনটির রিয়েল ইমেজ

ওপ্পো কে1 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়াল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ফেস আনলক সাপোর্ট করে। ফোনের ডিসপ্লেতে অবস্থিত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনের অন‍্যতম বড় বিশেষত্ব। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3,600 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ওপ্পো কে1 16,990 টাকা দামে পিয়ানো ব্ল‍্যাক ও অস্ট্রার ব্লু কালার ভেরিয়েন্টে আগামী 12 ফেব্রুয়ারি থেকে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল শুরু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here