শাওমির জন্য কড়া প্রতিযোগিতা, স‍্যামসাং আনতে চলেছে অত্যন্ত সস্তা ফোন গ‍্যালাক্সি এ10, গ‍্যালাক্সি এ20 ও গ‍্যালাক্সি এ30

স‍্যামসাং কিছু দিন আগে “গ‍্যালাক্সি এম” নামে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করে। স‍্যামসাং এই সিরিজটি সর্বপ্রথম ভারতে লঞ্চ করে এবং এই সিরিজে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 স্মার্টফোন লঞ্চ করে। এই দুটি ফোন‌ই আজ থেকে সেল শুরু হয়েছে এবং ফোনদুটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এরই মধ্যে স‍্যামসাং সম্পর্কে আরও একটি খবর পাওয়া গেছে কোম্পানি আরও তিনটি নতুন স্মার্টফোন লঞ্চের পস্ততি নিচ্ছে এবং এই ফোনগুলি অত্যন্ত সস্তা হবে।

এক্সক্লুসিভ : লঞ্চের আগেই দেখুন ভিভো ভি15 প্রো, দেখে নিন ফোনটির রিয়েল ইমেজ

স‍্যামসাং সম্পর্কে আগেই শোনা গেছিল কোম্পানি তাদের গ‍্যালাক্সি এ সিরিজের তিনটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে এবং এই ফোনগুলি গ‍্যালাক্সি এ10, গ‍্যালাক্সি এ20 ও গ‍্যালাক্সি এ30 নামে লঞ্চ করা হবে। এই খবর এমএসপি এক্সক্লুসিভ কভার করেছে। রিপোর্ট অনুযায়ী স‍্যামসাঙের এই তিনটি ফোন অত্যন্ত সস্তা হবে এবং খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে।

রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এ10 এর দাম 8,490 টাকা থেকে শুরু হবে। এক‌ই ভাবে গ‍্যালাক্সি এ20 ও গ‍্যালাক্সি এ30 ফোনদুটিও লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 এর পর গ‍্যালাক্সি এ সিরিজে সস্তা স্মার্টফোন লঞ্চ করে স‍্যামসাং শাওমি ও রিয়েলমির মতো ব্র‍্যান্ডগুলিকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দিয়েছে।

শাওমি দিচ্ছে তাদের ফোনে 4,000 টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন কোন কোন ফোনে পাওয়া যাবে অফার

এম‌এসপি তাদের রিপোর্টে স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের এই তিনটি স্মার্টফোন সম্পর্কে বলেছে এই স্মার্টফোন তিনটি এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। প্রসঙ্গত গ‍্যালাক্সি এম10 বা গ‍্যালাক্সি এম20 তে এই ডিসপ্লে ব‍্যবহার করা হয়নি। অর্থাৎ গ‍্যালাক্সি এ10, এ20 ও এ30 কোম্পানির গ‍্যালাক্সি এম সিরিজের থেকেও বেশি অ্যাডভান্স হবে। এই ফোনগুলি গীকবেঞ্চেও দেখা গেছে এবং সেখানে এর স্পেসিফিকেশনের কথাও বলা হয়েছে।

গীকবেঞ্চের তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের এই তিনটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত হবে এবং অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সনস 7885 চিপসেটে রান করবে। লিস্টিং থেকে জানা গেছে গ‍্যালাক্সি এম10 এ 2 জিবি র‍্যাম দেওয়া হবে। এক‌ই ভাবে গ‍্যালাক্সি এ20 তে 3 জিবি ও গ‍্যালাক্সি এ30 তে 4 জিবি র‍্যাম দেওয়া থাকবে। রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এ10, এ20 ও এ30 ভারতে মার্চের মধ্যেই লঞ্চ হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here