OPPO গ্লোবাল মার্কেট Apple কে পিছিয়ে দ্বিতীয় নাম্বারে কবজা করলো: রিপোর্ট

Samsung, Huawei, আর Apple আগে সারা বিশ্বে টপ তিনটি স্মার্টফোন ছিল। আমেরিকার দ্বারা লাগানো প্রতিবন্ধকতা চলায় Huawei এই রেসের বাইরে হয়ে গেছে। এরকম অবস্থায় হুয়াইয়ের জায়গা নিতে OPPO, Xiaomi আর OnePlus এর মধ্যে রেস চলছে। তিনটি কোম্পানি হুয়াইয়ের জায়গা নেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। মার্কেট রিসার্চ ফার্ম CounterPoint Research এর দাবি হলো যে OPPO ― যখর মধ্যে OPPO এর সাব ব্র‍্যান্ড OnePlus আর Realme ও আছে। তিনটির মে 2021 এ স্মার্টফোন মার্কেটে 16 শতাংশ অংশিদারি ছিল। এমতাবস্থায় ওপ্পো স‍্যামসাং এর পরে দ্বিতীয় নাম্বারের সবচেয়ে বড়ো স্মার্টফোন কোম্পানি তৈরি হয়ে গেছে।

OPPO 2013 তে OnePlus এর শুরু করেছিল। এরপরে ওপ্পো 2018 তে শাওমির সাব ব্র‍্যান্ড রেডমিকে প্রতিযোগিতা দেওয়ার জন্য Realme নামের ব্র‍্যান্ড পেশ করেছিল। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী গ্লোবাল মার্কেটে Oppo এর মার্কেটে অংশিদারি 10 শতাংশ আছে। এর সাথেই Realme এর মার্কেটে অংশিদারি 5 শতাংশ আর ওয়ানপ্লাসের মার্কেটে অংশিদারি 1 শতাংশ আছে।

Counterpoint Research এর সিনিয়র এনালিস্ট জেনে পার্ক নিজের রিপোর্টে বলেছেন যে OPPO গ্লোবাল মার্কেটে দ্বিতীয় সবচেয়ে বড়ো স্মার্টফোন কোম্পানি তৈরি হয়ে গেছে। গ্লোবাল মার্কেটে ওপ্পো হুয়াইয়ের পরে দ্বিতীয় সবচেয়ে বড়ো চাইনিজ স্মার্টফোন কোম্পানি তৈরি হয়েছে। এর আগে হুয়াই দ্বিতীয় বড়ো ব্র‍্যান্ড ছিল যার সাব ব্র‍্যান্ড Honor। আমেরিকার প্রতিবন্ধকতা আর AT&T এর সাথে প্রতিজ্ঞা শেষ হ‌ওয়ার পরে হুয়াইয়ের মার্কেটে অংশিদারি কম হয়ে গেছে। OPPO এর আমেরিকার মার্কেটে টেলিকম কোম্পানি Verizon আর ওয়ানপ্লাসের পার্টনারশিপ T-Mobile এর সাথে আছে।

আমেরিকার কোম্পানি Apple এর আগে স্মার্টফোন মার্কেটে দ্বিতীয় সবচেয়ে বড়ো কোম্পানি। যা ওপ্পো পিছিয়ে দিয়ে তৃতীয় নাম্বারে নামিয়ে দিয়েছে। গ্লোবাল মার্কেটে অ্যাপেলের অংশিদারি 15 শতাংশ আছে। এর আগে 2021 এর শুরুতে অ্যাপেলের অংশিদারি 16 শতাংশ ছিল। এটা হ‌ওয়ার‌ই ছিল কারন অ্যাপেল নভেম্বরের পরে থেকে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। এর সাথেই কোম্পানি আপকামিং iPhone 13 series এই বছরের শেষে লঞ্চ করবে। Xiaomi এর গ্লোবাল মার্কেটে অংশিদারি 14 শতাংশ আর এটি চতুর্থ নাম্বারে আছে। বিগত দিনেই Canalys এর রিপোর্টে দাবি করা হয়েছে যে Xiaomi অ্যাপেলকে পিছিয়ে দিয়ে দ্বিতীয় নাম্বারে কবজা করে নিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here