সামনে এল OPPO Reno 11 সিরিজের প্রথম ঝলক এবং লঞ্চ ডেট, দেখে নিন ডিজাইন

Highlights

  • এই মাসেই চীনে লঞ্চ হতে পারে Reno 11 সিরিজ।
  • এই সিরিজে Reno 11, 11 Pro এবং 11 Pro+ পেশ করা হতে পারে।
  • মোবাইলের লিক ইমেজের মাধ্যমে ডিজাইন দেখা গেছে।

খুব তাড়াতাড়ি ওপ্পো তাদের রেনো সিরিজের পরিধি বাড়াতে পারে। এই সিরিজে OPPO Reno 11, OPPO Reno 11 Pro এবং OPPO Reno 11 Pro+ নামের তিনটি ফোন লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা করা না হলেও নতুন লিকের মাধ্যমে ফোনের ছবি এবং লঞ্চ ডেট সামনে এসেছে। এই মাসেই এই সিরিজ চীনে লঞ্চ করা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত। আরও পড়ুন: 50MP প্রাইমারি এবং 64MP পেরিস্কোপ ক্যামেরা থাকবে OnePlus 12 স্মার্টফোনে, জানালো কোম্পানি

OPPO Reno 11 সিরিজের ডিজাইন (লিক)

  • মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে OPPO Reno 11 সিরিজের ইমেজ এবং অন্যান্য ডিটেইলস শেয়ার করা হয়েছে।
  • ছবিতে OPPO Reno 11 ফোনটি গ্রীন এবং সিলভার কালারে দেখা গেছে।
  • পরিবর্তন হিসাবে এই ফোনের পেছনের দিকে প্যাটার্ন ডিজাইন দেওয়া হয়েছে, যা OPPO Reno 10 সিরিজের থেকে আলাদা।
  • ফোনের ক্যামেরা মডিউলের সাইজও আগের থেকে বড়। এতে LED ফ্ল্যাশও রয়েছে।
  • OPPO Reno 11 ফোনগুলি এই একই ডিজাইনের সঙ্গেই পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

OPPO Reno 11 সিরিজের লঞ্চ ডেট (লিক)

ওয়েইবোতে টিপস্টারের শেয়ার করা তথ্য অনুযায়ী আগামী 23 নভেম্বর চীনে OPPO Reno 11 সিরিজ লঞ্চ করা হতে পারে। অনার 100 সিরিজও একই দিনে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এই ফোনের দাম চীনে CNY 3,000 অর্থাৎ প্রায় 34,200 টাকা দামে পেশ করা হতে পারে বলে জানা গেছে। আরও পড়ুন: গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ গুগল প্লে কনসোলে লিস্টেড হল Vivo Y79+, জেনে নিন বিস্তারিত

OPPO Reno 10 5G এর স্পেসিফিকেশন

  • স্ক্রিন: ওপ্পো রেনো 10 5জিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2412×1080 পিক্সেল রেজলিউশন এবং 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসরে রান করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি68 জিপিইউ রয়েছে।
  • ক্যামেরা: OPPO Reno 10 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো রেনো 10 5জি ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 67W SUPERVOOC 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে।
  • ওএস: OPPO Reno 10 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here