আজ থেকে ভারতে শুরু হল 32MP সেলফি ক্যামেরা সহ এই 5G ফোনের সেল, জেনে নিন দাম

গত 12 জুলাই ভারতে OPPO Reno 12 সিরিজ লঞ্চ হয়েছিল। সিরিজের বড় মডেল OPPO Reno 12 Pro 5G ফোনটির সেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার আজ থেকে ভারতে এই সিরিজের ভ্যানিলা মডেল OPPO Reno 12 5G ফোনের সেল শুরু হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে দারুণ ডিসকাউন্ট এবং অফার দেওয়া হচ্ছে। ফোনটির দাম, সেল এবং অফার সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

OPPO Reno 12 ফোনের দাম

8GB RAM + 256GB Storage = 32,999 টাকা

OPPO Reno 12 ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 32,999 টাকা। ভারতের বাজারে OPPO Reno 12 5G ফোনটি Astro Silver, Sunset Peach এবং Matte Brown কালারে সেল করা হবে। আজ থেকে কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনের সেল শুরু হয়ে গেছে।

OPPO Reno 12 ফোনের অফার

কোম্পানির অফার

  • কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে OPPO Reno 12 ফোনটি কিনলে 10% অর্থাৎ 3000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • এই 3000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়ার জন্য আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ডের মাধ্যমে ফোন কিনতে হবে।
  • এই ফোনটি কেনার জন্য MobiKwik wallet এর মাধ্যমে পেমেন্ট করলে 1500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর জন্য “MBK1500” কুপন কোড ব্যাবহার করতে হবে এবং এই অফার 30 সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড।
  • এই ফোনের সঙ্গে 3 মাসের YouTube Premium এবং Google One সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

ফ্লিপকার্টে অফার

  • HDFC, SBI এবং ICICI Bank এর ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ফোন কিনলে 3000 টাকা ছাড় পাওয়া যাবে।
  • Kotak Bank, DBS Bank, BOB এবং Onecard এর ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI করলেও 3000 টাকা ছাড় পাওয়া যাবে।
  • Axis Bank Credit Card এর মাধ্যমে ফুল পেমেন্ট করলে বা EMI করলে 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • এই ফোনটি নো কস্ট EMI এর মাধ্যমেও কেনা যাবে। এর জন্য প্রতি মাসে 3667 টাকা করে দিতে হবে।

OPPO Reno 12 5G ফোনটি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনার জন্য এখানে ক্লিক করুন এবং ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

OPPO Reno 12 5G ফোনের ছবি

OPPO Reno 12 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO Reno12 5G ফোনে 6.7 ইঞ্চির কোয়াড কার্ভ ইনফিনিট ভিউ স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 20:9 আসপেক্ট রেশিও, 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 1200 নিটস পীক ব্রাইটনেস এবং HDR100+ রয়েছে। এর সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7i ব্যাবহার করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে 4nm প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Arm Mail-G615 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB virtual RAM যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ মাত্র কিছুক্ষণের মধ্যেই এই ফোনটি ফুল চার্জ হয়ে যায়।

অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, এইআর ব্লাস্টারের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে। এতে ক্যামেরা ও অন্যান্য অপারেশনের জন্য বেশ কিছু AI ফিচার দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে তিন বছর OS আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here