ভারতে OPPO Reno12 5G Series এর লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 12 জুলাই ভারতে নতুন Reno সিরিজ পেশ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno12 5G এবং Reno12 Pro 5G ফোন লঞ্চ করা হবে। স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ এই OPPO ফোনে AI features পাওয়া যাবে।
ভারতে আসছে OPPO Reno 12 সিরিজ
আগামী 12 জুলাই ভারতে OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্ট =ফোন লঞ্চ করা হবে। বলিউড অভিনেতা রণবীর কাপুর নতুন Reno 12 সিরিজ প্রোমোট করছেন এবং এর সঙ্গে #EverydayAI হ্যাশট্যাগ ব্যাবহার করা হচ্ছে। বিজ্ঞাপনে এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি দেখানো হয়েছে। আগামী 12 জুলাই দুপুরে OPPO Reno 12 এবং Reno 12 Pro ফোনের দাম এবং সেল সম্পর্কে জানানো হবে। কোম্পানির ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে।
OPPO Reno 12 সিরিজের ছবি
OPPO Reno 12 Pro ফোনের ছবি
OPPO Reno 12 ফোনের ছবি
OPPO Reno 12 সিরিজের সম্ভাব্য দাম
OPPO Reno 12 এবং Reno 12 Pro ফোনদুটি প্রিমিয়াম সেগমেন্টে পেশ করা হবে। Oppo Reno 12 5G ফোনের দাম 30 হাজার টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে এবং অফার ও অন্যান্য বেনিফিট সহ এই দাম 28,999 টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে সিরিজের টপ মডেল Oppo Reno 12 Pro 5G ফোনটি 40 হাজার টাকা রেঞ্জে পেশ করা হতে পারে এবং এই ফোনের এফেক্টিভ দাম 38,999 টাকা পর্যন্ত হতে পারে।
OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন
OPPO Reno 12 সিরিজের প্রসেসর
OPPO জানিয়ে দিয়েছে তাদের Oppo Reno 12 5G এবং Reno 12 Pro 5G ফোনে MediaTek Dimensity 7300-Energy চিপসেট থাকবে। এই 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি প্রসেসর 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। এছাড়াও উভয় ফোনে MediaTek APU 655 থাকবে যা Reno 12 এবং 12 Pro ফোনের AI পারফরমেন্স বুস্ট করবে।
OPPO Reno 12 সিরিজের ডিসপ্লে
Oppo Reno 12 5G এবং Reno 12 Pro 5G ফোনে 6.7-ইঞ্চির FHD+ স্ক্রিন থাকবে। এটি Flexible AMOLED প্যানেল হবে এবং এতে 43° কোয়াড মাইক্রো কার্ভ থাকবে। OPPO Reno12 5G ফোনের স্ক্রিন Gorilla Glass 7i দিয়ে প্রোটেক্ট করা হবে এবং Reno12 Pro 5G ফোনে Gorilla Glass Victus 2 এর প্রোটেকশন থাকবে। উভয় ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস পাওয়া যাবে।
OPPO Reno 12 সিরিজের সেলফি ক্যামেরা
ফটোগ্রাফি সেগমেন্টে OPPO Reno সিরিজ বেশ জনপ্রিয় এবং নতুন জেনারেশনেও এর ব্যাতিক্রম হবে না। OPPO Reno 12 Pro 5G ফোনে 50MP Selfie Camera যোগ করা হবে। এই অটো ফোকাস লেন্স 90° ফিল্ড অফ ভিউ সাপোর্ট করবে। অন্যদিকে OPPO Reno 12 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 32MP GC32E2 সেলফি সেন্সর থাকবে।
OPPO Reno 12 সিরিজের রেয়ার ক্যামেরা
এই সিরিজে AI-based camera যোগ করা হবে। OPPO Reno 12 Pro 5G ফোনে OIS ফিচারযুক্ত 50MP Sony LYT-600 সেন্সর থাকবে। এর সঙ্গে 2x পোর্ট্রেট জুম ও 20x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP Samsung JN5 telephoto লেন্স এবং 112° FOV সাপোর্টেড 8MP Sony IMX355 ultra-wide লেন্স দেওয়া হবে।
সিরিজের বেস মডেল OPPO Reno12 5G ফোনে Pro মডেলের মতোই 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর যোগ করা হবে। তবে এক্ষেত্রে 50MP telephoto লেন্সের বদলে 2MP OV02B10 macro সেন্সর এবং 8MP IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে।
OPPO Reno 12 সিরিজের ব্যাটারি এবং চার্জিং
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 12 5G এবং Reno 12 Pro 5G ফোনে 5,000mAh battery দেওয়া হবে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য উভয় ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচার মাত্র 46 মিনিটের মধ্যে ফোনটি 0 থেকে 100% চার্জ করতে সক্ষম। উভয় ফোনের ব্যাটারিতে 4 বছরের ডিউরেবিলিটি লাইফ পাওয়া যাবে।