শক্তিশালী ফিচার এবং স্টাইলিশ লুক সহ ভারতের বাজারে এসে গেছে OPPO Reno 12 Pro, জেনে নিন দাম

ভারতে OPPO Reno 12 5G সিরিজ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে অধীনে শক্তিশালী OPPO Reno 12 5G এবং OPPO Reno 12 Pro 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। OPPO AI স্মার্টফোনে স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন রয়েছে। এই পোস্টে সিরিজের ওপ্পো রেনো 12 প্রো ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

OPPO Reno 12 Pro এর দাম

  • 12GB RAM + 256GB স্টোরেজ = 36999 টাকা
  • 12GB RAM + 512GB স্টোরেজ = 40999 টাকা

OPPO Reno 12 Pro 5G স্মার্টফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় 36,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোন Sunset Gold এবং Space Brown এর মতো কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ব্যাঙ্ক কার্ডের সাহায্যে 4000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং 9 মাসের নো-কোস্ট ইএমআই দেওয়া হচ্ছে।

OPPO Reno 12 Pro এর ডিজাইন

OPPO Reno 12 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO Reno 12 Pro 5G স্মার্টফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং কোম্পানি এর নাম রেখেছে Quad Curved Infinite View স্ক্রিন। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 1200nits ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 যোগ করা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য OPPO Reno 12 Pro স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300-Energy অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ওপ্পো ফোনে ARM Mali-G615 GPU রয়েছে।

স্টোরেজ: ওপ্পো রেনো 12 প্রো 5জি ফোনটিতে 12জিবি র‍্যাম যোগ করা হয়েছে।এই ফোনে 12জিবি ভার্চুয়াল র‍্যাম এবং 12জিবি ফিজিক্যাল র‍্যাম সহ মোট 24জিবি র‍্যামের পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এই ফোনটিতে 512জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 1TB মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে। রেনো 12 প্রো ফোনে LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয় হয়েছে।

ওএস: OPPO Reno 12 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.1 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনে 3 বছরের ওএস আপডেট দেওয়া হবে, অর্থাৎ এই ফোনে Android 17 পর্যন্ত পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 4 বছর সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।

ফ্রন্ট ক্যামেরা: OPPO Reno 12 Pro স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে Samsung S5KJN5 সেন্সর f/2.0 অ্যাপচার রয়েছে। সেলফি তোলা, ভিডিও কল করার এবং রিলস বানানোর জন্য 0.64μm পিক্সেল সাইজ লেন্স সহ 90° ফিল্ড অফ ভিউ এবং অটো ফোকাস ফিচার দেওয়া হয়েছে।

ক্যামেরা স্যাম্পেল:

ব্যাক ক্যামেরা: OPPO Reno 12 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT600 মেইন সেন্সর সহ 50 মেগাপিক্সেল Samsung S5KJN5 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল IMX355 আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 2X অপটিক্যাল জুম যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno12 Pro ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি এখনও পর্যন্ত সমস্ত রেনো ফোনের চেয়ে সবচেয়ে বেশি ব্যাকআপ দিতে সক্ষম।

OPPO Reno 12 Pro এর ফিচার

  • Damage-Proof 360° Armour Body
  • Corning Gorilla Victus Glass 2
  • Dual 4K Ultra-Clear Video
  • AI Smart Image Matting 2.0
  • AI Eraser 2.0
  • AI LinkBoost
  • 1TB microSD
  • IR Blaster
  • Bluetooth 5.4
  • Wi-Fi 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here