ভারতে আসতে চলেছে OPPO Reno 13 Pro, পাওয়া যাবে 50MP Selfie Camera

চীনে ইতিমধ্যে OPPO Reno 13 ও OPPO Reno 13 Pro স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে এবং এবার এই ফোনগুলি ভারতে লঞ্চের জন্য অপেক্ষা করা হচ্ছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে ভারতে Reno 13 সিরিজ লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু এবার ভারতের সার্টিফিকেশন সাইট BIS (Bureau of Indian Standards) এ এই সিরিজের প্রো মডেল অর্থাৎ OPPO Reno 13 Pro ফোনটি লিস্টেড হয়ে গেছে। এই সার্টিফিকেশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতে OPPO Reno 13 Pro স্মার্টফোন লঞ্চ হতে চলেছে।

OPPO Reno 13 Pro ফোনের BIS লিস্টিং

OPPO Reno 13 Pro ফোনটি BIS সাইটে CPH2697 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। জানিয়ে রাখি যে ফোনগুলি ভারত সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলে যায় এবং ভারতের বাজারে আসতে চলেছে শুধুমাত্র সেইসব ফোন এই সাইটে লিস্টেড হয়। BIS সাইটে OPPO Reno 13 Pro ফোনের দাম, ফিচার বা স্পেসিফিকেশন সম্পর্কে কোনো ডিটেইলস সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই ভারতে OPPO Reno 13 series লঞ্চ হবে এই বিষয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে।

OPPO Reno 13 Pro ফোনের দাম এবং স্পেসিফিকেশন (চীন)

  • 6.83″ 1.5K 120Hz AMOLED Screen
  • MediaTek Dimensity 8350
  • 16GB RAM + 1TB Storage
  • 50MP Triple Rear Camera
  • 50MP Selfie Camera
  • 5,800mAh Battery
  • 80W Super Flash Charge
  • 50W Wireless Charging

দাম: চীনে OPPO Reno 13 Pro ফোনটি 16GB RAM এর সঙ্গে 256GB, 512GB ও 1TB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির দাম 39,500 টাকা থেকে শুরু হয় এবং 52,350 টাকা পর্যন্ত।

ডিসপ্লে: OPPO Reno 13 Pro ফোনে 2800 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1200nits ব্রাইটনেস, 3840Hz PWM ডিমিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

পারফরমেন্স: OPPO Reno 13 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ও 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 MC6 GPU রয়েছে।

ব্যাটারি: OPPO Reno 13 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারিতে 5 বছর ডিউরেবিলিটি পাওয়া যাবে।

অন্যান্য ফিচার: OPPO Reno 13 Pro ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে infrared sensor, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here