32MP সেলফি ক্যামেরা এবং 5,800mAh ব্যাটারি সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল OPPO Reno 13A 5G, জেনে নিন বিস্তারিত

একদিকে গ্লোবাল বাজারে OPPO Reno 14 series লঞ্চের প্রস্তুতি চলছে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে তাদের ‘রেনো 13’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। জাপানের বাজারে OPPO Reno 13A 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 13A 5G স্মার্টফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 13A 5G এর প্রাইস

জাপানে OPPO Reno 13A 5G স্মার্টফোনটি সিঙ্গেল 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির দাম 48,000 Yen অর্থাৎ প্রায় 28,599 টাকার কাছাকাছি। জানিয়ে রাখি OPPO স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে না এবং কোম্পানির পক্ষ থেকে সরাসরি OPPO Reno 14 series পেশ করা হবে। জাপানে OPPO Reno 13A 5G স্মার্টফোনটি Charcoal Gray, Ice Blue এবং Luminous Navy এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

OPPO Reno 13A 5G এর স্পেসিফিকেশন

  • 6.7″ FHD+ 120Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 6 Gen 1
  • 50MP Rear Camera
  • 32MP Front Camera
  • 5,800mAh Battery
  • 45W SUPERVOOC

ডিসপ্লে

জাপানে OPPO Reno 13A 5G স্মার্টফোনটি 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সহ 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনের স্ক্রিনে Dragontrail STAR2 গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

OPPO Reno 13A 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 1.8GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 710 জিপিইউ রয়েছে।

স্টোরেজ

জাপানে OPPO Reno 13A 5G স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 8GB RAM দেওয়া হয়েছে। এতে 8GB এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, যা ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ ও 1টিবি মেমরি কার্ডের সাপোর্ট দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OPPO Reno 13A 5G স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল Ultra wide লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল Macro সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 13A 5G স্মার্টফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,800এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO Reno 13A 5G এর ফিচার

  • OPPO Reno 13A 5G স্মার্টফোনটিতে 15 5G Bands যোগ করা হয়েছে।
  • স্মার্টফোনটিতে Wi-Fi ও Bluetooth সহ NFC দেওয়া হয়েছে।
  • সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে In-display ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  • স্মার্টফোনটিতে 1TB মাইক্রো এসডি কার্ড দেওয়া হয়েছে।
  • স্মার্টফোনটির ডায়মেনশন 162mmx75mmx7.8mm এবং ওজন 192 গ্রাম রয়েছে।
  • জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Reno 13A স্মার্টফোনটিতে IP68+IP69 রেটিং রয়েছে।
  • OPPO স্মার্টফোনটিতে বিভিন্ন অ্যাডভান্স AI features দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here