Oppo Reno 2Z এবং Reno 2F এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

দীর্ঘদিন ধরে প্রতীক্ষার পর Oppo এই বছর আগস্ট মাসে তাদের Oppo Reno 2 সিরিজ পেশ করে। এই সিরিজে কোম্পানি Oppo Reno 2Z এবং Reno 2F স্মার্টফোনের সঙ্গে Reno 2 ফোনটিও লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের অন‍্যতম দুটি স্মার্টফোন Oppo Reno 2Z এবং Reno 2F এর দাম কমিয়ে দিয়েছে। 

আরও পড়ুন : Xiaomi কে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে Nokia, Flipkart এর সঙ্গে হাত মিলিয়ে লঞ্চ করবে স্মার্ট টিভি

কোম্পানির পক্ষ থেকে Oppo Reno 2Z এবং Reno 2F এর দাম 2,000 টাকা কমানো হয়েছে। আমরা অফলাইন রিটেইলারদের কাছ থেকে এই প্রাইস কাটের কথা জানতে পেরেছি। এই দুটি ফোন‌ই এখন কম দামে অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাচ্ছে। 

নতুন দাম

Oppo Reno 2Z ফোনটি কোম্পানি 29,990 টাকা দামে লঞ্চ করেছিল, কিন্তু এখন প্রাইস কাটের পর এই ফোনটি 27,990 টাকার বিনিময়ে কেনা যাবে। অন‍্যদিকে Oppo Reno 2F ফোনটি বর্তমানে 25,990 টাকার বদলে 23,990 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। 

আরও পড়ুন : 108 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে Xiaomi লঞ্চ করল Mi Note 10 এবং Mi Note 10 Pro, জেনে নিন পার্থক্য

Oppo Reno 2Z 

Oppo Reno 2Z ফোনটিতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি90 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে Oppo Reno 2Z 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 256 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর আছে।

এর সঙ্গে Oppo Reno 2Z এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। Oppo Reno 2Z একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে ব্লুটুথ 5.0 এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাকযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Oppo Reno 2Z এ VOOC Flash Charge 3.0 টেকনিকের সঙ্গে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Hyper, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

Oppo Reno 2F 

Oppo Reno 2F এ 6.53 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনেও সুরক্ষার কথা মাথায় রেখে উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। Oppo Reno 2F এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যার ফলে ফোনের স্ক্রিন টাচ করা মাত্র ফোনটি আনলক হয়ে যায়। 

কোম্পানির পক্ষ থেকে Oppo Reno 2F ফোনটি কালার ওএস 6.1 যুক্ত অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট আছে। ভারতে Oppo Reno 2F ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতেও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে, তবে Oppo Reno 2F এর প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের Samsung GM1 সেন্সর। 

আরও পড়ুন : ইন্টারনেট স্পীডের ক্ষেত্রে আরও একবার পাকিস্তানের থেকে পিছিয়ে ভারত, চলে এল নতুন রিপোর্ট

Oppo Reno 2F এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Oppo Reno 2F একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে ব্লুটুথ 4.2 এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাকের সঙ্গে লঞ্চ করা হয়েছে। পাওয়ার ব‍্যাকআপের জন্য Oppo Reno 2F এ VOOC Flash Charge 3.0 টেকনিকের সঙ্গে 4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here