Mediatek Dimensity 720 চিপসেট ও 6GB র‍্যামের সঙ্গে লঞ্চ হবে OPPO Reno 5A স্মার্টফোন

ওপ্পো খুব তাড়াতাড়ি মার্কেটে OPPO Reno 5A ফোনটি লঞ্চ করতে পারে। এই ফোনটি গুগল প্লে সাপোর্ট ডিভাইসের লিস্টে দেখা গেছে। গুগলের লিস্টিঙে দেখার পর থেকে মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে। গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের লিস্টে A101OP এবং CPH2199 দুটি মডেল নাম্বারের দেখা গেছে এবং এই দূটিই OPPO Reno 5A এর সঙ্গে সম্পর্কিত। 

জাপানের S-Max অনুযায়ী OPPO Reno 5A ফোনটি জাপানে লঞ্চ করা হবে। উপরোক্ত মডেল দুটির মধ্যে A101OP মডেল নাম্বারযুক্ত ফোনটি সফ্ট ব‍্যাক এবং CPH2199 মডেলটি সিম ফ্রি এডিশন হবে। লিক রিপোর্ট অনুযায়ী OPPO Reno 5A ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেটে রান করতে পারে। এই ফোনে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে বলে শোনা যাচ্ছে। 

OPPO Reno 5A এর গুগল প্লে লিস্টিং

শোনা যাচ্ছে OPPO Reno 5A ফোনটি OPPO Reno 3 এর আপগ্ৰেডেড ভার্সন হবে। গত বছর এই ফোনটি জাপানে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির এই আগামী ফোনটির লিক রেন্ডার থেকে জানা গেছে সেলফি ক‍্যামেরার জন্য এতে ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোল কাট‌আউট থাকবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে বলে জানা গেছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে আপকামিং OPPO Reno 5A ফোনটি ব্ল‍্যাক ও হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

কোম্পানির আপকামিং OPPO Reno 5A ফোনের A101OP মডেলটি গত মার্চ মাসে ফেডারাল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন পেয়েছে। লিস্টিঙে বলা হয়েছে এই আগামী ফোনের ডায়মেনশন 162 × 74.4 × 8.2 এম‌এম এবং ওজন 182 গ্ৰাম হবে। এই ফোনে কালার ওএস 11 এর লেয়ারিং দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO Reno 5A তে 4,000 এম‌‌এএইচের ব‍্যাটারি থাকবে। আপাতত এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here