লঞ্চের আগেই জেনে নিন OPPO Reno 8 এবং OPPO Reno 8 Pro এর ফিচার এবং স্পেসিফিকেশন

OPPO Reno 8 সিরিজের স্মার্টফোন দুটি আগামী 18 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে। Oppo এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করবে – OPPO Reno 8 এবং OPPO Reno 8 Pro স্মার্টফোন। বলা হচ্ছে যে চীনে লঞ্চ হওয়া OPPO Reno 8 Pro+ স্মার্টফোনটি ভারতে Oppo Reno 8 Pro নামে পেশ করা হতে পারে। Oppo-এর এই স্মার্টফোন সিরিজ ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। ভারতে Oppo Reno 8 সিরিজের লঞ্চের আগে, কোম্পানি এই সিরিজের প্রসেসর এবং লিকুইড কুলিং সম্পর্কে একাধিক তথ্য সামনে এনেছে। OPPO Reno 8 এবং OPPO Reno 8 Pro স্মার্টফোন দুটিই MediaTek Dimensity প্রসেসরের সাথে পেশ করা হবে।

Oppo Reno 8 স্মার্টফোনে MediaTek এর Dimensity 1300 SoC দেওয়া হবে। এর আগে কোম্পানি Oppo Reno 7 স্মার্টফোনে MediaTek Dimesity 900 প্রসেসর দেওয়া হয়েছিল। অন্যদিকে, OPPO Reno 8 Pro স্মার্টফোনে থাকবে 5nm MediaTek Dimensity 8100-MAX, যা MediaTek-এর 6nm ডাইমেনসিটি চিপসেটের থেকে 25 শতাংশ ভালো এবং পাওয়ার দক্ষতাসম্পন্ন হবে।

OPPO Reno 8 এবং Reno 8 Pro এর প্রসেসর

Reno 8 এবং Reno 8 Pro স্মার্টফোনে MediaTek এর Dimensity 8100 octa core প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসরে 4K এর স্পিডকে 2.85GHz এ ক্লক করা হয়েছে। এর সাথে গ্রাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G610 MC6 দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনে MediaTek HyperEngine 5.0 গেমিং টেকনোলজির সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াওএই ফোনে AI-VRS গ্রাফিক্স এনহ্যান্সমেন্ট, সেকেন্ড জেনারেশন WiFi/Bluetooth টেকনোলজি এবং Bluetooth LE অডিও টেকনোলজির সাথে
ডুয়াল লিঙ্ক ট্রু ওয়্যারলেস স্টেরিও অডিও সাপোর্টও দেওয়া হয়েছে।

MediaTek এর দুটি প্রসেসরই Dimensity 8100 এবং 1300 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। এর পাশাপাশি HDR10+ ভিডিও প্লেব্যাক, এবং এই চিপসেট SDR কন্টেন্টকে AI ভিডিওর সাহায্যে HDR-এ রূপান্তরিত করে।

ব্যাটারি: Oppo-এর আসন্ন স্মার্টফোনে 4,500mAh ব্যাটারি এবং OPPO 80W SuperVOOC ফ্ল্যাশ চার্জ টেকনোলজি দেওয়া হবে। কোম্পানির দাবি যে এই ফোনটি মাত্র 11 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যায়। OPPO আরও জানিয়েছে যে 1600 চার্জ সাইকেল এর পরেও এই ফোনে 80 শতাংশ আসল ক্ষমতা বজায় থাকবে।

বেটার কুলিং: আসন্ন Oppo Reno 8 Pro স্মার্টফোনটিতে একটি Ultra Conductive কুলিং সিস্টেম থাকবে যেখানে Ultra Conductive গ্রাফাইট থাকবে যা সাধারণ গ্রাফাইটের তুলনায় 45 শতাংশ ভালো কুলিং পারফরম্যান্স প্রদান করবে। এই ফোনের কুলিং সারফেস এলাকা হল 10957mm2, যা আগের জেনারেশনের তুলনায় 4 শতাংশ বেশি। এটি একটি Ultra Conductive গ্রাফাইট অ্যালুমিনিয়াম মিডিও ফ্রেমের সাথে যুক্ত। Oppo জানিয়েছে যে এই Reno8 Pro ফোনে গেমিং, ভিডিও এবং ফটো ক্লিক করার সময় হিট এর সমস্যা হবে না।

Reno 8 কুলিং সিস্টেম

Oppo Reno 8 স্মার্টফোনে কুলিং এর জন্য কপার ফয়েল থাকবে, যা হাই থার্মাল Conductivity যুক্ত হবে এবং ডিসপ্লে এবং ব্যাক প্যানেল এ দেওয়া হবে।যার ফলে এই ফোনের পারফরম্যান্স এবং চার্জিং স্পিডে কোনও প্রভাব পড়বে না। Oppo Reno 8 স্মার্টফোনে Super-conductive VC Liquid কুলিং সিস্টেম দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here