6 জিবি র‍্যাম এবং 25 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে চলে এল OPPO Reno A, জেনে নিন দাম

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি OPPO তাদের Reno সিরিজে নতুন Reno A স্মার্টফোন অফিসিয়ালি জাপানে লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি জাপানের মার্কেটে ব্লু ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। তবে এই মুহূর্তে এই ফোনটির অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। 

আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন

জাপানে OPPO Reno A ফোনটি 35,800 Yen (প্রায় 23,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি সেখানে আগামী 18 অক্টোবর থেকে সেল করা হবে। গ্ৰাহকরা জাপানের সমস্ত ইলেকট্রনিক্স স্টোর এবং অনলাইন স্টোর থেকে এই ফোনটি কিনতে পারবেন। 

OPPO Reno A স্পেসিফিকেশন

OPPO Reno A ফোনটিতে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল এবং আসপেক্ট রেশিও 19.5:9। এই ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। 

BSNL সাবস্ক্রাইবারদের জন্য সুখবর, এই প্ল‍্যানে প্রতি মাসে পাওয়া যাবে 1.5 জিবি অতিরিক্ত ডেটা

OPPO Reno A ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এই ফোনে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO Reno A তে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

ফোটোগ্ৰাফির জন্য OPPO Reno A তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here