আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন

Xiaomi গতকাল ভারতীয় বাজারে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে তাদের Redmi সিরিজে নতুন লো বাজেট স্মার্টফোন Redmi 8 লঞ্চ করেছে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা 7,999 টাকার প্রাথমিক দামে 12 অক্টোবর থেকে ফ্লিপকার্টে সেল করা হবে। গতকাল কোম্পানি Redmi 8 লঞ্চের সময়‌ই ঘোষণা করে দিয়েছে যে আগামী 16 অক্টোবর Xiaomi ভারতে আরও একটি নতুন স্মার্টফোন Redmi Note 8 Pro লঞ্চ করবে। এবার ফোনটি আমাজন ইন্ডিয়াতে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এখানে ফোনটির লঞ্চ ও সেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। 

Reliance Jio আর থাকবে না ফ্রি, কলিঙের জন্য দিতে হবে দাম

আমাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে Redmi Note 8 Pro আপডেট করা হয়েছে। আমাজন অ্যাপে Redmi Note 8 Pro এর প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে। এই পেজে ফোনটির ফোটোসহ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ফোনটির ডিজাইন ও বড় ব‍্যাটারী সম্পর্কে জানানোর সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে Redmi Note 8 Pro ভারতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। 

64 মেগাপিক্সেল ক‍্যামেরা

Redmi Note 8 Pro তে Samsung এর 64 মেগাপিক্সেলের GW1 সেন্সর দেওয়া হয়েছে। GW1 সেন্সর ISOCELL টেকনোলজি ব‍্যবহার করে পিক্সেল টু পিক্সেল ব‍্যারিয়ার তৈরি করে যা পিক্সেলের মাঝের লাইট কম করে কালার রিপ্রোডাকশন কোয়ালিটি উন্নত করে। 64 মেগাপিক্সেলের এই সেন্সর 9248 × 6936 পিক্সেল রেজলিউশনযুক্ত ফোটো আউটপুট দিতে সক্ষম। এছাড়া এই সেন্সরের সাহায্যে প্রতি সেকেন্ডে 480 ফ্রেম স্পীডে স্লোমোশান ভিডিও রেকর্ড করা যায়। 

ডিসেম্বরে লঞ্চ হবে এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ‌ওয়ালা স্মার্টফোন

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এর সঙ্গে ফোনটির ফ্রন্ট এবং ব‍্যাক উভয় প‍্যানেলে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটিতে মিডিয়াটেকের নতুন গেমিং প্রসেসর হেলিও জি90টি চিপসেট দেওয়া হয়েছে। চীনে এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও এই সবকটি ভেরিয়েন্ট‌ই লঞ্চ করা হবে। 

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। এই সেন্সর ছাড়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনের ব‍্যাটারী 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এ কাজ করে। 

Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি Redmi Note 8 Pro এর ভারতে লঞ্চের পর Realme ও ডিসেম্বর মাসে ভারতীয় মার্কেটে তাদের 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা Realme X2 Pro লঞ্চ করবে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় স্মার্টফোন মার্কেটে Realme কেই Xiaomi এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here