50MP Sony IMX766 ক‍্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হবে Oppo Reno7 স্মার্টফোন, লিক হলো ডিটেইলস

টেক কোম্পানি ওপ্পো চীনে এই বছরের শুরুতে Oppo Reno6 series লঞ্চ করেছিল। এর কয়েক মাস পরে কোম্পানির পক্ষ থেকে ভারতে Oppo Reno6 এবং Reno6 Pro ফোন দুটি পেশ করে। এছাড়াও কয়েক দিন আগে ওপ্পো এদেশে Oppo Reno6 Pro Diwali Edition লঞ্চ করেছে। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি Reno6 series এর সাকসেসার হিসেবে Oppo Reno7 series নিয়ে কাজ করছে। নতুন লিক রিপোর্টের মাধ্যমে Oppo Reno 7 সিরিজের ক‍্যামেরা সম্পর্কে জানা গেছে।

Oppo Reno7 এর ক‍্যামেরা সেন্সর

চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo তে চাইনিজ টিপস্টার Digital Chat Station জানিয়েছেন Oppo Reno7 সিরিজে অ্যাডভান্স ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। Oppo Reno7 সিরিজের Standard ভার্সনে 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর দেওয়া হবে। মনে করিয়ে দিই Oppo Reno6 series সিরিজে কোম্পানি Oppo Reno6, Oppo Reno6 Pro ও Oppo Reno6 Pro Plus নামের তিনটি ফোন লঞ্চ করেছিল। টিপস্টার Oppo Reno7 সিরিজের স্ট‍্যান্ডার্ড ভার্সন সম্পর্কে খুব বেশি তথ্য শেয়ার করেননি। 

Oppo Reno6 ও Reno6 Pro উভয় ফোনে 64MP এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছিল। Oppo Reno6 Pro Plus ফোনটি কোম্পানি ভারতে লঞ্চ করেনি, তবে এতে 50MP প্রাইমারি ক‍্যামেরা রয়েছে। Oppo Reno6 ফোনে Omnivision এর OV64B sensor আছে। খবর পাওয়া যাচ্ছে Oppo Reno 7 এ Sony IMX766 সেন্সর দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই ইতিমধ্যে Sony IMX766 ক‍্যামেরা সেন্সর OnePlus Nord 2 এবং OnePlus 9 series এর ক্ষেত্রে দেখা গেছে। 

লিকে বলা হয়েছে Oppo Reno7 সিরিজের স্মার্টফোন Oppo Reno6 এর মতোই ফ্যাট ডিসপ্লে ও পাঞ্চ হোল ক‍্যামেরা কাট‌আউট ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে। এছাড়াও এই স্মার্টফোন মেটাল ফ্রেম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি সবার আগে Oppo Reno7 series চীনের মার্কেটে পেশ করা হবে। শোনা যাচ্ছে Reno7 series এর সঙ্গে সঙ্গে Oppo Pad ট‍্যাবলেট‌ও লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here