5জি তে ওপ্পো করল বাজিমাত, দেখানো হল প্রথম 5জি ফোন

কয়েক দিন আগে কোয়ালকম 4জি/5জি সামিট 2018 উপলক্ষে তাদের 5জি মডেলের প্রদর্শন করেছে। এই ইভেন্টে একসাথে বেশ কয়েকটি কোম্পানি 2019 সালে তাদের 5জি ফোন লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছে এবং ওপ্পোও এর ব‍্যাতিক্রম নয় এবং আজ ওপ্পো তাদের ফোনে 5জির প্রদর্শন করে দিয়েছে। যদিও ফোনটি আগামী বছর লঞ্চ হবে তবে কোম্পানি এখন ডেমো দিয়ে দিয়েছে। ওপ্পোর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট অফ চায়না বিজনেস ডিপার্টমেন্ট ব্রাইন শেন তাদের সোশ্যাল অ্যাকাউন্টে এই কথা জানিয়েছে। কোম্পানি এর জন্য প্রেস বিজ্ঞপ্তিও শেয়ার করেছে।

5জি কানেক্টিভিটির জন্য কোম্পানি রিসার্চ ইন্সটিটিউটে একটি পরীক্ষা করা হয় এবং ওপ্পো আর15 এর কাস্টমাইজ ভার্সন যা 5জি ক্ষমতাযুক্ত হবে তার সফল টেস্ট করে। ল‍্যাব টেস্টিং সময়ে কোম্পানি 5জি কম্পোনেন্ট যেমন সিস্টেমবোর্ড, আর‌এফ, আর‌এফ‌এফ‌ই ইত্যাদি ফোনে কানেক্ট করে লাইভ 5জি প্রদর্শন করে। এই টেস্ট চলার সময় স্ক্রিনে 5জির লোগোও স্পষ্ট দেখা গেছে।

কিছু দিন আগে বেজিং 2018 কোয়ালকম চায়না টেকনোলজি অ্যান্ড কর্পোরেশন উপলক্ষে 5জি পাইলট প্রোগ্ৰামের জন্য কোয়ালকমের সঙ্গে হাত মেলানোর কথা ঘোষণা করেছিল। এর সঙ্গে কোম্পানি 5জি প্রোডাক্ট ডেভলপমেন্টেও সাহায্যের কথা বলে।

ওপ্পো 2015 সাল থেকেই 5জি সম্পর্কে যথেষ্ট সচেতন এবং কোম্পানির রিসার্চ ও ডেভলপমেন্ট টীম এবিষয়ে অনেক কাজ করেছে। কোম্পানির দাবি অনুযায়ী তারা 5জি স্মার্টফোন বানিয়ে ফেলেছে যা ইন্টারন‍্যাশনাল স্ট‍্যান্ডার্ড অর্গানাইজেশন 3জিপিপি এর মান‍্যতা অনুযায়ী তৈরি। এখনও পর্যন্ত 5জি সম্পর্কে সাবমিট করা সব ডকুমেন্টের ব‍্যাপারে ওপ্পো এক নাম্বারে আছে।

গত বছর কোম্পানি 5ডি স্ট্রাকচার লাইট যুক্ত 5জি ভিডিও কলিঙের টেস্ট করেছিল এবং ডেটাসেটে টেস্ট করে ওপ্পো অন‍্যান‍্য কোম্পানির থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here