এই দিন OTT-তে রিলিজ হবে শাহ্রুখ খানের Pathaan, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে এই সিনেমা

Highlights

  • January 25th, 2023 বড় পর্দায় মুক্তি পাবে Pathaan।
  • শাহ্রুখ এবং দীপিকা ছাড়াও এই ছবিতে আছেন জন আব্রাহাম।
  • ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ হবে Pathaan।

দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। আগামী সপ্তাহে মুক্তি পাবে এই তারকার আপকামিং মুভি ‘পাঠান’। চার বছর পর নতুন করে SRK-কে সিনেমায় দেখার জন্য ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। এবার একটি রিপোর্টের মাধ্যমে Pathaan এর ওটিটি রিলিজ ডেট এবং ওটিটি ডিল সম্পর্কে জানা গেছে। bollywoodlife এর দেওয়া তথ্য অনুযায়ী পাঠান আগামী 25 এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হতে পারে। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল নতুন Nokia C12 স্মার্টফোন, সস্তায় পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন, জেনে নিন দাম

কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী সম্প্রতি হাই করত যশরাজ ফিল্মের পাঠান ছবির ওটিটি রিলিজের ক্ষেত্রে কিছু ফেরব্দলের নির্দেশ দিয়েছিল। ছবিটির নির্মাতাদের রি-সার্টিফিকেশনের জন্য এটি CBFC-তে আবার সাবমিট করতে হবে। জানিয়ে রাখি এর আগেই সেন্ট্রাল ফিল্ম সার্টিফিকেশন বোর্ড দীপিকা পাদুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান মুভিটি অ্যাপ্রুভ করে দিয়েছিল।

Pathaan-এর ট্রেলার 

এই দিন বড় পর্দায় রিলিজ হবে Pathaan

কোর্টের তরফে ছবিটির নির্মাতাদের 20 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা করার নিরদের দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেন্সর বোর্ড আবার 10 মার্চ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় চেয়েছে। তবে যেহেতু ছবিটি রিলিজ হতে আর মাত্র কয়েক দিন বাকি আছে তাই সিনেমাহলে রিলিজ সম্পর্কে করত কোনো নির্দেশ দেয়নি। আগামী 25 জানুয়ারি গোটা দেশের বড় পর্দায় এই ফিল্ম মুক্তি পাবে। আরও পড়ুন: মাত্র 99 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে Avatar এবং Varisu এর টিকিট, জেনে নিন বিস্তারিত

বলিউডের বাদশাহ Shah Rukh Khan এর পাশাপাশি Deepika Padukone এবং John Abraham কে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। হিন্দি ছাড়াও তেলেগু ও তামিল ভাষায় এই সিনেমাটি রিলিজ হবে। এই সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজক আদিত্য চোপড়া।

এই গানটিকে ঘিরে চলছে বিতর্ক

4 বছর পর আবার বড় পর্দায় ফেরা শাহরুখ খানের ছবি পাঠানের ‘বেশরম রং’ গানটি ঘিরে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই গানে দীপিকা পাদুকোনের গেরুয়া বিকিনি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ শোরগোল তৈরি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা এবং রাজনেতারাও এই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। আরও পড়ুন: 8,200mAh ব্যাটারি এবং 10.36-ইঞ্চি ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Nokia T21 ট্যাবলেট 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here