Highlights
- কম দামে এন্ট্রি লেভেল ডিভাইসঃ হিসাবে বাজারে এল Nokia C12।
- Android Go edition থাকার ফলে কম RAM এও পাওয়া যাবে স্মুথ পারফরমেন্স।
- ফোনটির ব্যাক প্যানেল সরিয়ে ব্যাটারি খুলে বের করা যায়।
টেক ব্র্যান্ড নোকিয়া টেক মার্কেটে তাদের প্রতিপত্তি বিস্তারের আশায় কোম্পানির ‘সি’ সিরিজে নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে বাজারে Nokia C12 লঞ্চ করা হয়েছে। এই ফোনটি এন্ট্রি লেভেল মোবাইল হিসাবে বাজেট ক্যাটাগরিতে পেশ করা হয়েছে। ফোনটি 10 হাজার টাকা বাজেটে লঞ্চ করা হয়েছে। নিচে Android Go Edition সহ Nokia C12 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: মাত্র 99 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে Avatar এবং Varisu এর টিকিট, জেনে নিন বিস্তারিত
Nokia C12 এর দাম
কোম্পানি তাদের Nokia C12 ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করেছে। ফোনটিতে 2GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। Nokia C12 এর দাম 119 Euros রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 10 হাজার টাকার কাছাকাছি। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Dark Cyan, Charcoal এবং Light Mint কালারে সেল করা হবে। ভারতে এই ফোনটির দাম 6,000 টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।
Nokia C12 এর স্পেসিফিকেশন
- 6.3″ HD+ Display
- 2GB RAM + 64GB Storage
- UNISOC 9863A1 Processor
- 8MP rear + 5MP selfie
- 3,000mAh Battery
Nokia C12 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 × 720 পিক্সেল রেজলিউশণ সাপোর্টেড 6.3 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিন 2D গ্লাস দিয়ে কভার করা হয়েছে। এই ডিসপ্লে তিন দিক দিয়ে বেজল লেস তবে নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ফোনটির স্ক্রিনের ওপরের দিকে ‘ভি’ শেপের নচ দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 160.6 x 74.3 x 8.75 এমএম এবং ওজন 177.4 গ্রাম। আরও পড়ুন: 8,200mAh ব্যাটারি এবং 10.36-ইঞ্চি ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Nokia T21 ট্যাবলেট
Nokia C12 ফোনটি Android Go edition এর সঙ্গে পেশ করার ফলে ফোনটি কম RAM থাকা সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনে গুগলের বিভিন্ন গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায় যা কম স্টোরেজ এবং ব্যাটারি ব্যাবহারের পাশাপাশি ইন্টারনেট খরচও কমায়। এই ফোনটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ সহ Unisoc SC9863A চিপসেটে রান করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে IMG8322 GPU যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য Nokia C12 ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ডুয়েল সিম, এফএম রেডিও এবং 3.5 জ্যাকের পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,000mAh রিমুভেবল ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: জেনে নিন BGMI এর গ্লোবাল ভার্সন PUBG মোবাইলের নতুন আপডেটের ফিচার, কন্টেন্ট এবং রিলিজ ডেট
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন