স‍্যামসাংকে টক্কর দিতে ভারতে আসছে ফোল্ডেবল Moto Razr, লঞ্চ হবে 16 মার্চ

লেনোভোর মালিক কোম্পানি মোটোরোলা কিছু দিন আগে আন্তর্জাতিক মঞ্চে তাদের ফোল্ডেবল ফোন Moto Razr লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া গেছে এই ফোনটি ভারতে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে মিডিয়া ইনভাইট জারি করে জানানো হয়েছে যে এই ফোনটি 16 মার্চ ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটিকে ভারতে আগে থেকে লঞ্চ করা স‍্যামসাং গ‍্যালাক্সি জেড ফ্লিপের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

আরও পড়ুন: Vodafone-Idea এর ধামাকা, ইউজাররা পাবেন ডবল ডেটা

মোটোরোলা তাদের Moto Razr ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 1,500 ইউএস ডলার দামে ইউএসে পেশ করেছিল যার ভারতীয় দাম প্রায় 1,08,000 টাকা। তবে ফোনটি ভারতে কত টাকা দামে সেল করা হবে সেবিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

ডিজাইন

ডিজাইনের দিক থেকে ফোনটি অনেকটা Moto Razr V3i এর মতো হবে। এতে মোটা চিন এবং একটি কবজা দেখা যেতে পারে। ফোটোয় ফোনটির ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন এর ওপরের অংশে দেখা গেছে। এতে একটি ফোল্ডিং ডিসপ্লে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A41, লিক রেন্ডার থেকে জানা গেল তথ্য

স্পেসিফিকেশন

নতুন Moto Razr ফোনটি ভাঁজ করলে 2.7 ইঞ্চির gOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার আসপেক্ট রেশিও 4:3 এবং স্ক্রিন রেজলিউশন 600 × 800 পিক্সেল। এছাড়া ফোনটি খুললে 6.2 ইঞ্চির ফোল্ডেবল pOLED ডিসপ্লে পাওয়া যায়। এক্ষেত্রে আসপেক্ট রেশিও হয়ে যায় 21:9 এবং রেজলিউশন 2142 × 876 পিক্সেল।

Moto Razr ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এর সঙ্গে এতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 15 ওয়াট টার্বো চার্জিং সাপোর্টেড 2,150 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Moto Razr অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে।

আরও পড়ুন : Exclusive: 13 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 6.4 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A11

ফোটোগ্ৰাফির জন্য ফোনটির বাইরের দিকে 16 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের সময়‌ও এই সেন্সর‌ই ব‍্যবহার করা হয়। Moto Razr এ 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। এতে ব্লুটুথ ও ইউএসে টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here