Vodafone-Idea এর ধামাকা, ইউজাররা পাবেন ডবল ডেটা

টেলিকম ইন্ডাস্ট্রির বর্তমান রেষারেষির মুখে পড়ে বন্ধ হতে চলা কোম্পানি ভোডাফোন আইডিয়া একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তাদের কিছু প্ল‍্যানে ডবল ডেটা দেওয়ার ঘোষণা করেছে। অন‍্যান‍্য কোম্পানিতে পোর্ট করা গ্ৰাহকদের আটকানোর জন্য ভোডাফোন আইডিয়া এই ধরনের অফার দিচ্ছে।

আরও পড়ুন: Exclusive: 13 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 6.4 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A11

কোম্পানির কিছু প্ল‍্যানে আগে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা দেওয়া হত, যা এখন দ্বিগুণ অর্থাৎ 3 জিবি করে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের 249 টাকা, 399 টাকা ও 599 টাকা দামের রিচার্জ প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি করে ডেটা দিচ্ছে। এই সবকটি প্ল‍্যানেই আগে 1.5 জিবি করে ডেটা পাওয়া যেত। এই তিনটি প্ল‍্যানের মধ্যে 249 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন, 399 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 56 দিন এবং সর্বশেষ ও সবচেয়ে দামী প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 84 দিন।

এই নতুন ও বিশেষ অফারটি ভোডাফোন ও আইডিয়া উভয় কোম্পানির গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে। কোম্পানির 249 টাকা, 399 টাকা ও 599 টাকা দামের প্ল‍্যান তিনটি এই অফারের অন্তর্গত। এই অফার দেশের 22টি টেলিকম সার্কেলেই কার্যকর। My Vodafone, My Idea ও এই দুটি কোম্পানির ওয়েবসাইট থেকে ইউজাররা এই অফার উপভোগ।করতে পারবেন।

আরও পড়ুন: 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিসহ লঞ্চ হল OPPO Reno 3 Pro, জেনে নিন দাম

প্রসঙ্গত জানিয়ে রাখি এই তিনটি প্ল‍্যানের মধ্যে যে কোনো একটি প্ল‍্যান রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে প্রতিদিন 100টি করে এস‌এম‌এস‌ উপভোগ করা যাবে। এছাড়াও ভোডাফোন ইউজাররা Vodafone Play অ্যাপের ফ্রি অ্যাকসেস‌ পাবেন‌।

প্রসঙ্গত জানিয়ে রাখি AGR অর্থাৎ অ্যাডজাস্টেড গ্ৰস রেভিনিউ এর চাপে পড়ে ভোডাফোন-আইডিয়া কোম্পানির অবস্থা বর্তমানে খুব একটা ভালো চলছে না। বর্তমানে কোম্পানিকে হয় যত তাড়াতাড়ি সম্ভব এজিআরের বকেয়া টাকা মেটাতে হবে আর নয়ত  ভারতে ব‍্যাবসা বন্ধ করে দিতে হবে। যদি এবার এই কোম্পানিও দেউলিয়া হয়ে যায় তবে গত 2 বছরে এই নিয়ে তৃতীয় কোম্পানি হবে। এর আগে ভারতে এয়ারসেল ও অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন বন্ধ হতে দেখা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here