টেক অন্যতম স্বনামধন্য কোম্পানি অ্যাপেল তাদের দামি এবং প্রিমিয়াম ফোনের জন্য সুপরিচিত। কিন্তু এখন আইফোন আরও দামি হয়ে গেল। আসলে এবার iPhobe 11 Pro, iPhobe 11 Pro Max, iPhone 8 ও iPhone 8 Plus এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় বাজারে অ্যাপেল তাদের কিছু আইফোন মডেলের দাম বৃদ্ধি করেছে।
আরও পড়ুন: ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A41, লিক রেন্ডার থেকে জানা গেল তথ্য
অ্যাপেল ইন্ডিয়ার ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট যেমন ফ্লিপকার্ট ও আমাজনে আইফোনের এইসব মডেলগুলি নতুন বাড়ানো দামে লিস্টেড করে দেওয়া হয়েছে। তবে আইফোন ছাড়া অ্যাপেল ওয়াচ, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের দামে কোনো পার্থক্য ঘটেনি।
অ্যাপেলের iPhobe 11 Pro 64 জিবি আগে 99,900 টাকা দামে বেচা হতো। যার দাম বেড়ে এখন 1,01,200 টাকা হয়ে গেছে। একইভাবে এই ফোনটির 256 জিবি এবং 512 জিবি ভেরিয়েন্টের দাম আগে যথাক্রমে 1,13,900 টাকা এবং 1,31,900 টাকা ছিল, যা এখন বেড়ে 1,15,200 টাকা এবং 1,33,200 টাকা হয়ে গেছে।
আরও পড়ুন: Exclusive: 13 মেগাপিক্সেল ক্যামেরা ও 6.4 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A11
এছাড়া iPhobe 11 Pro Max এর 64 জিবি, 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,09,900 টাকা, 1,23,900 টাকা এবং 1,41,900 টাকা থেকে বাড়িয়ে যথাক্রমে 1,11,200 টাকা, 1,25,200 টাকা এবং 1,43,200 টাকা রাখা হয়েছে।
এই ফোনদুটি ছাড়া iPhone 8 এর দামও বাড়ানো হয়েছে। iPhone 8 Plus এর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের বর্তমান দাম 50,600 টাকা এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 55,600 টাকা হয়ে গেছে। এই মডেলদুটির দাম আগে যথাক্রমে 49,900 টাকা এবং 54,900 টাকা ছিল।
আরও পড়ুন: 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরিসহ লঞ্চ হল OPPO Reno 3 Pro, জেনে নিন দাম
এছাড়া iPhone 8 এর 64 জিবি ভেরিয়েন্টের দাম 39,900 টাকা থেকে বেড়ে 40,500 টাকা এবং 128 জিবি ভেরিয়েন্টের দাম 44,900 টাকা থেকে বেড়ে 45,500 টাকা হয়ে গেছে। তবে কোম্পানির অন্যতম জনপ্রিয় আইফোন Apple iPhone 11 এর দাম কিন্তু বাড়ানো হয়নি।
দাম বাড়ানোর কারণ
আপনাদের হয়ত মনে আছে সরকার বিগত বাজেটে কাস্টম ডিউটি বৃদ্ধি করেছে। এই কারণেই অ্যাপেলের তিনটি লেটেস্ট ডিভাইসের দাম আগের চেয়ে বেড়ে গেছে। তবে সবচেয়ে বড় কথা কোম্পানি তাদের আইফোন 7, আইফোন 11 ও আইফোন 10আররে দামে কোনোরকম বৃদ্ধি ঘটায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন