গত বছর POCO তাদের সস্তা POCO C65 স্মার্টফোন লঞ্চ করেছিল। এখনও পর্যন্ত এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চের পর বেশ জনপ্রিয় হয়েছে। তাই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 1,501 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যেসব ইউজাররা কম দামে স্মার্টফোন খুঁজছেন এই ফোনটি তাদের জন্য ভালো অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির সম্পূর্ণ অফার সম্পর্কে।
কোথা থেকে কিনবেন POCO C65?
- শপিং সাইট ফ্লিপকার্ট এবং আমাজনের মাধ্যমে POCO C65 স্মার্টফোনটি কেনা যাচ্ছে।
- আমাজন অফার হিসেবে ফোনটিতে মোট 36 শতাংশ অর্থাৎ প্রায় 1,501 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারের পর ফোনটির দাম মাত্র 6,998 টাকা হয়েছে।
- এই ফোনটির 4জিবি RAM +128জিবি স্টোরেজ অপশন 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- আমাজন সাইটের মাধ্যমে ফোনটিতে ডিসকাউন্ট সহ নো-কোস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
- ফোনটির অন্যান্য অপশন 6GB RAM + 128GB ভেরিয়েন্ট 7,499 টাকা এবং 8GB RAM +256GB স্টোরেজ অপশনের 10,998 টাকা দামে সেল করা হচ্ছে।
- অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে POCO C65 ফোনটি সেল করা হচ্ছে। এই সাইটে ফোনটির 4GB RAM +128GB স্টোরেজ অপশন দাম 6,999 টাকা রাখা হয়েছে।
- ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 5 শতাংশ ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। একইসঙ্গে এক্সচেঞ্জ অফার রয়েছে।
- ফ্লিপকার্টের মাধ্যমে 6GB RAM + 128GB ভেরিয়েন্ট 7,499 এবং 8GB RAM +256GB স্টোরেজ অপশনের 10,999 টাকা দামে সেল করা হচ্ছে।
POCO C65 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: POCO C65 ফোনে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশরেট, 1650 x 720 পিক্সেল রেজোলিউশন এবং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।
- প্রসেসর: এই ফোনটি এন্ট্রি লেভেল মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-G52 MC2 জিপিইউ দেওয়া হয়েছে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO C65 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি, 2MP ম্যাক্রো এবং একটি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। তবে কোম্পানি এই ফোনের বক্সে 10W অ্যাডপ্টার দিচ্ছে।
- অন্যান্য: এই ফোনে 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।