শীঘ্রই ভারতে আসতে চলেছে POCO C75 5G স্মার্টফোন, জেনে নিন গুরুত্বপূর্ণ ফিচার

গত মাসে POCO C75 4G ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 5G মডেল ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমরা আপকামিং POCO C75 5G স্মার্টফোনের এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। এই আপকামিং ফোনটি লেটেস্ট Redmi A4 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে জানা গেছে। জানিয়ে রাখি ভারতে লঞ্চ হওয়ার সস্তা ফোনগুলির মধ্যে A4 5G অন্যতম। এই সিরিজের ভ্যানিলা মডেলের দাম 8,499 টাকা রাখা হয়েছে। তাই আপকামিং C75 5G ফোনটির দামও কম রাখা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

POCO C75 5G এর ডিটেইলস (লিক)

  • ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী POCO C75 5G ফোনটি ভারতে Redmi A4 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে।
  • MIUI ROM ওয়েবসাইটে এটির লিস্টিঙে ফার্মওয়্যার ভার্সনের মাধ্যমে POCO C75 5G ফোনের নাম জানা গেছে।
  • ভারতে POCO C75 5G ফোনটি 24116PCC1I মডেল নাম্বার দেখা গেছে।
  • POCO এর C-সিরিজেও বাজেট রেঞ্জের ফোন লঞ্চ করা হয়। POCO C75 5G ফোনটি কোম্পানি কম দামে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।
  • জানিয়ে রাখি আগেই ভারতে পোকো রিব্র্যান্ডেড Redmi ফোন লঞ্চ করেছে, তবে এর মধ্যে বেশির ভাগ ফোনই চীনের এক্সক্লুসিভ মডেল ছিল।

POCO C75 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

যদি ভারতে POCO C75 5G ফোনটি Redmi A4 5G ফোনের রিব্র্যান্ড হিসেবে লঞ্চ করা হয়, তবে আপকামিং ফোনের নিচে দেওয়া স্পেসিফিকেশনগুলি থাকতে পারে।

  • ডিসপ্লে: POCO C75 5G ফোনে 1640 X 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য POCO C75 5G ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 4এস জেন 2 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: স্পীডের জন্য POCO C75 5G ফোনে 4GB এবং ইন্টারনাল স্টোরেজ সহ 64GB এবং 128GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। একইসঙ্গে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে এবং 4GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO C75 5G ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে
    5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO C75 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,160এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ওএস: POCO C75 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here