শাওমির সাব ব্র্যান্ড পোকোর ব্যাপারে দীর্ঘদিন ধরে খবর পাওয়া যাচ্ছিল যে কোম্পানি পোকো এফ1 এর আপগ্ৰেডেড ভার্সন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই আপগ্ৰেডেড ভেরিয়েন্ট পোকো এফ2 নামে লঞ্চ করা হতে পারে। এবার এই ডিভাইসের রেন্ডার সামনে এসেছে, এতে পোকো এফ2 এর ডিজাইন পোকো এফ1 এর থেকে যথেষ্ট আলাদা মনে হচ্ছে। এই কন্সেপ্ট ভিডিও টিপস্টার বেঞ্জামিন গ্যাসকিন শেয়ার করেছেন।
এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার জন্য ঝটকা, কমে গেল 90 লক্ষ সাবস্ক্রাইবার
এই কন্সেপ্ট রেন্ডার সামনে আসা বিভিন্ন খবরের ভিত্তিতে বানানো হয়েছে। পোকো এফ2 তে এবার যেধরনের নচ ডিজাইন দেওয়া হবে তার ফলে স্ক্রিন টু বডি রেশিও বেশি পাওয়া যাবে। কন্সেপ্ট রেন্ডারে ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। এছাড়া পোকো এফ2 এর কন্সেপ্ট রেন্ডারে ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পোকোর ব্র্যান্ডিং দেখানো হয়েছে।
এর আগে গীকবেঞ্চে লিস্টিঙে পোকো এফ2 ফোনটিকে স্পট করা হয়েছিল। লিস্টিং অনুযায়ী পোকো এফ2 তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসর থাকবে যা এর আগে পোকো এফ1 এ দেখা গেছে। গীকবেঞ্চের লিস্টিং অনুসারে এই ডিভাইসে 6 জিবি র্যাম থাকবে। এর সঙ্গে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 9.0 পাইতে রান করবে।
জিওফোন 2 কে টক্কর দিতে এল নোকিয়া 106, 21 দিন চলবে এর ব্যাটারী
গত মাসে লঞ্চ করা পোকো এফ1 স্মার্টফোনটি কোম্পানি 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি, 6 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ও 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে 22,999 টাকা, 19,999 টাকা ও 27,999 টাকা রেখেছে।
এছাড়া ডিভাইসের 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টটি কিছু দিন আগে কোম্পানি 28,999 টাকা দামে লঞ্চ করেছে। এই ডিভাইসটি গেম লাভারদের কথা মাথায় রেখে বানানো হয়েছে, যার দাম বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের চেয়ে অনেক কম।