এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার জন্য ঝটকা, কমে গেল 90 লক্ষ সাবস্ক্রাইবার

ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) একটি নতুন রিপোর্ট পেশ করেছে, যেখানে এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া বড় ঝটকার সম্মুখীন হয়েছে। এই রিপোর্টে টেলিকম কোম্পানি ভোডাফোন-আইডিয়া, ভারতীয় এয়ারটেল ও টাটা টেলিসার্ভিসের গ্ৰাহক সংখ‍্যা 10 কোটি কমে গেছে। রিপোর্ট অনুযায়ী 2018 সালে ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেলের 90 লক্ষ গ্ৰাহক সংখ্যা কমে গেছে। অপরদিকে রিলায়েন্স জিও ও সরকারি টেলিকম কোম্পানি মিলে 10 কোটি 80 লক্ষের‌ও বেশি মোবাইল ইউজারদের তাদের সাবস্ক্রাইবার বানিয়েছে।

জিওফোন 2 কে টক্কর দিতে এল নোকিয়া 106, 21 দিন চলবে এর ব‍্যাটারী

ট্রাই এই রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টের পর এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া তাদের সাবস্ত্রাইবার বেঁধে রাখতে কিছু একটা করতেই হবে। মনে করা হচ্ছে সব কোম্পানিগুলির মিনিমাম ব‍্যালেন্সের শর্তের পর নভেম্বর ও ডিসেম্বর মাসের রিপোর্টে ইউজারের সংখ্যা আরও কমতে দেখা যেতে পারে। এই ডেটা শুধুমাত্র 2018 সালের অক্টোবর মাস পর্যন্ত।

ভোডাফোন ও আইডিয়া কিছু দিন আগেই সংযুক্ত হল। কিন্তু দুটি কোম্পানি জুড়ে যাওয়ার পর‌ও 2018 সালে গ্ৰাহকের সংখ্যা 70 লক্ষ কমে যায়। অপরদিকে প্রায় 11 লক্ষ ইউজার এয়ারটেল সার্ভিস ব‍্যবহার করা বন্ধ করে দেয়। এছাড়া টাটা টেলিসার্ভিসের প্রায় 9 লক্ষ ও এমটিএন‌এলের প্রায় 8 লক্ষ সাবস্ত্রাইবার কমে যায়।

8 জানুয়ারি দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হবে অনার 8এ স্মার্টফোন

অন‍্যান‍্য কোম্পানিগুলির থেকে আলাদা হয়ে রিলায়েন্স জিও টেলিকম সেক্টরে তাদের রাজত্ব বজায় রেখে চলেছে। 2018 সালের অক্টোবর মাসে রিলায়েন্স জিওর সাবস্ত্রাইবার সংখ্যা প্রায় এক কোটি বেড়ে যায়। এই সংখ‍্যার পর রিলায়েন্স জিওর বর্তমান সাবস্ত্রাইবার সংখ্যা প্রায় 26 কোটি 30 লক্ষের কাছাকাছি।

A woman talks on her mobile phone as she walks past a Vodafone store in London September 2, 2013. Verizon Communications was poised on Monday to take full control of its U.S. wireless business with a $130 billion deal to buy out Vodafone and end a decade-long corporate standoff. REUTERS/Stefan Wermuth (BRITAIN – Tags: BUSINESS TELECOMS)

এর পেছনে সবচেয়ে বড় কারণ রিলায়েন্স জিওর পেশ করা দুর্দান্ত ্যান্যা্যানগুলি যা গ্ৰাহকদের আকর্ষণ করে। 4জি সার্ভিস দেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানির পেশ করা সস্তা ট‍্যারিফ প্ল‍্যান ইন্ডিয়ান ইউজারদের আকর্ষিত করে। 4জি সার্ভিসের জন্য একাধিক রেকর্ড গড়ে তোলা জিও তাদের ইন্টারনেট স্পীডের জন্য আরও একটি রেকর্ড গড়েছে। জিও সবচেয়ে দ্রুত 4জি ডাউনলোড স্পীড দিয়ে অন‍্যান‍্য সমস্ত কোম্পানিকে পিছিয়ে আরও একবার নিজেকে টপ প্রমাণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here