আগামী কয়েক সপ্তাহের মধ্যে পোকো তাদের F7 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে POCO F7 এবং POCO F7 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই ফোনগুলি ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হবে। সিরিজের প্রো ভেরিয়েন্ট আইএমডিএ সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার ফলে এই সিরিজ লঞ্চের আম্লচনা আরও জোরালো হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক এই লিস্টিং সহ সিরিজের অন্যান্য সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।
POCO F7 Pro গ্লোবাল মডেলের আইএমডিএ লিস্টিং
- আপকামিং পোকো ফোনটি 24117RK2CG মডেল নাম্বার সহ আইএমডিএ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
- আইএমডিএ লিস্টিঙের মডেল নাম্বারের শেষের G অক্ষরটি গ্লোবাল মডেলের সঙ্কেত।
- লিস্টিং থেকে আরও জানা গেছে আপকামিং ফোনটিতে ব্লুটুথ ও ওয়াইফাই এর পাশাপাশি 5G এবং NFC সাপোর্ট পাওয়া যাবে।
রিপোর্ট অনুযায়ী POCO F7 সিরিজে ভ্যানিলা এবং প্রো মডেল ছাড়া Poco F7 Ultra স্মার্টফোনও লঞ্চ করা হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্র্যান্ডের পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। Poco F7 Pro ফোনটির সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।
POCO F7 Pro ফোনের সম্ভাব্য ডিটেইলস
- POCO F7 Pro ফোনটি সম্পর্কে খন্য পর্যন্ত বেশি কিছু জানা যায়নি, কিচ=ন্তু এর আগে এই ফোনটি IMEI সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে।
- রিপোর্ট অনুযায়ী POCO F7 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর যোগ করা হতে পারে।
- POCO F7 Pro ফোনটিতে OLED প্যানেল, 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে শক্তিশালী ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
জানিয়ে রাখি IMDA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার পর আভাস পাওয়া যাচ্ছে শীঘ্রই POCO F7 সিরিজ লঞ্চ হবে। এই মাসের শেষে চীনে Redmi K80 সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পরেই Poco F7, Poco F7 Pro এবং Poco F7 Ultra লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।