শাওমির সাব ব্র্যান্ড হিসেবে মার্কেটে আসার পর বর্তমানে পোকো একটি স্বাধীন ব্র্যান্ডে পরিণত হয়েছে। শাওমির অধীনস্থ থাকাকালীন 2018 সালে এই ব্র্যান্ড POCO F1 স্মার্টফোন লঞ্চ করেছিল। ভারতীয় ইউজারদের মধ্যে ফোনটি এতটাই জনপ্রিয় হয় যে দীর্ঘদিন ধরে পোকো ফ্যানরা POCO F2 এর মার্কেটে লঞ্চ হওয়ার অপেক্ষা করে চলেছে। এই বছরের শুরুতে যখন পোকো শাওমির থেকে আলাদা হয়ে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করবে তখন থেকেই কোম্পানির ফ্যানদের আশা আরও দৃঢ় হয় যে খুব তাড়াতাড়ি হয়তো POCO F2 লঞ্চ হবে। কিন্তু কোম্পানি তাদের ফোন POCO X2 নামে লঞ্চ করে। কিন্তু টেক জগতে আরও একবার শোরগোল শুরু হয়েছে যে এবার হয়ত POCO F2 লঞ্চ করা হবে।
আরও পড়ুন: 23 মার্চ লঞ্চ হবে Xiaomi এর নতুন ফোন Redmi Note 9S
আসলে পোকো ইন্ডিয়া POCO F2 এর নাম উল্লেখ করে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছে। যদিও এই পোস্টটি কোনো ফোন লঞ্চ সম্পর্কে নয় বরং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় ও সতর্কতা সম্পর্কে ছিল। POCO F2 এর নাম ব্যবহার করে কোম্পানি সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করে এই পোস্টের মাধ্যমে বারবার হাত ধোয়ার কথা বলে সতর্কতা জারি করেছে। কিন্তু টেক জগতে গুজব ছড়িয়েছে কোম্পানি অকারণে POCO F2 নাম ব্যবহার করবে না এবং আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে POCO F2 ফোনটি লঞ্চ করতে পারে।
অন্যদিকে পোকো ইন্ডিয়া আরেকটি টুইট করে স্মার্টফোনের তিনটি আইকন শেয়ার করেছে। এই আইকনগুলি যথাক্রমে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফাস্ট চার্জিং স্পীড ও বড় ব্যাটারীর। কোম্পানি এই আইকনগুলি শেয়ার করার কোনো কারণ সম্পর্কে কিছু জানায়নি অথবা এই টুইটে কোনো ফোনের নাম সম্পর্কেও উল্লেখ করা হয়নি। বর্তমানে মনে করা হচ্ছে এই তিনটি ফিচার কোম্পানির আগামী ফোন POCO F2 তে দেখা যেতে পারে। টুইটারে এই চাঞ্চল্য দেখে আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি POCO F2 সম্পর্কে কোনো ঘোষণা করবে।
POCO X2
কোম্পানির পক্ষ থেকে POCO X2 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত। পোকো তাদের এই ফোনটি 120 হার্টস রিফ্রেশরেটের সঙ্গে লঞ্চ করেছে, যা অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। POCO X2 এর ব্যাক প্যানেলেও কর্নিং গোরিলা গ্লাসের কোটিং আছে।
ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের POCO X2 তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা সেন্সর যোগ করেছে। অর্থাৎ এই ফোনে ফ্রন্ট প্যানেলে দুটি এবং ব্যাক প্যানেলে চারটি মিলিয়ে মোট ছয়টি ক্যামেরা সেন্সর আছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের ডানদিকে পাঞ্চ হোলের মধ্যে দুটি ক্যামেরা সেন্দর অবস্থিত। POCO X2 তে প্রাইমারি ফ্রন্ট ক্যামেরা সেন্সর 20 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরা সেন্সরটি 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। POCO X2 এর রেয়ার ক্যামেরা সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে চারটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেটআপের প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের Sony IMX686 সেন্সর। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলেরই ডেপ্থ সেন্সর আছে।
আরও পড়ুন: মোবাইল কিনতে চান? তাড়াতাড়ি করুন, দাম বাড়বে আগামী মাসে
POCO X2 ফোনটি মিইউআই 11 যুক্ত অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ আছে। POCO X2 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 27 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এমএএইচের ব্যাটারী আছে। POCO X2 এর 6 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্ট অর্থাৎ 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন