সাউথ কোরিয়ার টেক কোম্পানি স্যামসাং খুব তাড়াতাড়ি ভারতে তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজে নতুন স্মার্টফোন Samsung Galaxy M21 লঞ্চ করবে। এই ফোনে কোম্পানি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করবে এবং এই ফোনটি লো বাজেট ক্যাটাগরিতে পেশ করা হবে। কিন্তু কোম্পানি তাদের Samsung Galaxy M21 ফোনটি লঞ্চের আগেই আন্তর্জাতিক মঞ্চে আরেকটি লো বাজেট স্মার্টফোন পেশ করে দিয়েছে। কোম্পানি তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজে Samsung Galaxy A11 নামে এই ফোনটি লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি স্যামসাঙের সস্তা পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা ফোনগুলির মধ্যে একটি।
কোম্পানির পক্ষ থেকে ভিয়েতনামে Samsung Galaxy A11 ফোনটি লঞ্চ করা হয়েছে। স্যামসাং তাদের ওয়েবসাইটে Samsung Galaxy A11 এর প্রোডাক্ট পেজ তৈরি করে এই ফোনটি অফিসিয়ালি পেশ করেছে। ফোনটির দাম এখনও পর্যন্ত জানা যায়নি তবে নিশ্চিতভাবে বলা যায় এই ফোনটি লো বাজেট সেগমেন্টে সেল করা হবে। আপাতত বর্তমানে ফোনটি শুধুমাত্র ভিয়েতনামের মার্কেটে সেল করা হবে এবং খুব তাড়াতাড়ি ভারতসহ বিশ্বের অন্যান্য মার্কেটে Samsung Galaxy A11 লঞ্চ করে দেওয়া হবে। মনে করা হচ্ছে Samsung Galaxy A11 ফোনটি ভারতের সবচেয়ে সস্তা পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন হবে।
Samsung Galaxy A11
কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Samsung Galaxy A11 ফোনটি 1560 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লের তিনদিক বেজল লেস এবং নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট আছে। ফোনের ডিসপ্লের ওপরের দিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে এবং এর মধ্যেই সেলফি ক্যামেরা অবস্থিত।
আরও পড়ুন: ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Vivo V19, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম
Samsung Galaxy A11 ফোনটি স্যামসাং ইউআইযুক্ত অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8 ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটির চিপসেট সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে আশা করা হচ্ছে ভারতে এই ফোনটি এক্সিনস চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে।
কোম্পানির ওয়েবসাইটে Samsung Galaxy A11 ফোনটি দুটি ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 2 জিবি র্যাম দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি আছে। এই দুটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে এবং মেমরি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন: Exclusive: 44 MP ফ্রন্ট ক্যামেরা ও Helio P90 SoC এর সঙ্গে লঞ্চ হবে OPPO Reno 3 এর গ্লোবাল ভেরিয়েন্ট
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A11 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। একইভাবে এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A11 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
Samsung Galaxy A11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী আছে। কোম্পানি তাদের Samsung Galaxy A11 ফোনটি হোয়াইট, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে সেল করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন