23 মার্চ লঞ্চ হবে Xiaomi এর নতুন ফোন Redmi Note 9S

শাওমি গত সপ্তাহে ভারতে তাদের ‘রেডমি নোট’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro Max নামে দুটি ফোন লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা এই ফোনদুটি সবার আগে ভারতে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে আলাদা আলাদা তারিখে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে। শাওমি এবার তাদের রেডমি নোট সিরিজ মালয়েশিয়াতে লঞ্চের পরিকল্পনা করছে যেখানে আগামী 23 মার্চ Redmi Note 9 সিরিজের ডিভাইস লঞ্চ করা হবে। বর্তমানে টেক জগত এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ 23 মার্চ Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro Max নয় বরং Redmi Note 9S লঞ্চ করা হবে।

আরও পড়ুন: .মোবাইল কিনতে চান? তাড়াতাড়ি করুন, দাম বাড়বে আগামী মাসে

শাওমি অফিসিয়ালি মালয়েশিয়াতে তাদের রেডমি নোট 9 সিরিজের লঞ্চ সম্পর্কে ঘোষণা করেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 23 মার্চ মালয়েশিয়ার মার্কেটে এই সিরিজের ফোন লঞ্চ করা হবে। ইতিমধ্যে কোম্পানি টিজের মাধ্যমে প্রচার করাও শুরু করে দিয়েছে যে 23 মার্চ কোম্পানি এই সিরিজে Redmi Note 9S স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি ভারতে লঞ্চ হ‌ওয়া রেডমি নোট 9 সিরিজের দুটি ফোনের চেয়ে আলাদা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা Redmi Note 9S এর ফোটোয় ফোনটির ফ্রন্ট প‍্যানেল দেখা গেছে। ডিসপ্লের দিক থেকে এই ফোনটিও রেডমি নোট 9 সিরিজের অন‍্যান‍্য ফোনের মতোই এবং এই ফোনেও পাঞ্চ হোল ডিসপ্লে ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Redmi Note 9 Pro Max

কোম্পানি তাদের Redmi Note 9 Pro Max ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দিয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য Redmi Note 9 Pro Max এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 9 Pro Max এ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

আরও পড়ুন: 12 GB র‍্যাম, Snapdragon 865 চিপসেট ও 4400 mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল শক্তিশালী স্মার্টফোন Vivo NEX 3s 5G

Redmi Note 9 Pro Max এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 16,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 18,999 টাকা রাখা হয়েছে। আগামী 25 মার্চ থেকে মি ডট কম ও আমাজনে Redmi Note 9 Pro Max সেল করা হবে। মি হোমেও এক‌ই দিনে অর্থাৎ 25 মার্চ থেকে Redmi Note 9 Pro Max সেল করা হবে।

Redmi Note 9 Pro 

Redmi Note 9 Pro ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। Redmi Note 9 Pro তে ফোটোগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই ফোনে 48 মেগাপিক্সেলের Samsung ISOCELL GM2 প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট এআই ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 9 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Vivo V19, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

কোম্পানি তাদের Redmi Note 9 Pro ফোনটি দুটি র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi Note 9 Pro ফোনটি Interstellar Black, Aurora Blue ও Glacier White কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আজ অর্থাৎ 17 মার্চ থেকে মি ডট কম ও মি হোমের সঙ্গে সঙ্গে আমাজন ইন্ডিয়াতে এই ফোনটির সেল শুরু হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here