সস্তা Poco M3 Pro 5G ইন্ডিয়াতে হল লঞ্চ, এতে থাকবে 48MP ক‍্যামেরা আর 5,000mAh এর ব‍্যাটারী

Poco আজকে ইন্ডিয়ান মার্কেটে নিজের নতুন ফোন পোকো এম3 প্রো 5জি লঞ্চ করল। Xiaomi এর সাব ব্র‍্যান্ড পোকো এই ডিভাইসের লঞ্চের জন‍্য কোম্পানি একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজিত করেছিল, যেখানে এই অতুলনীয় ফোন সম্পর্কে জানা গেছে। আপনাকে বলে দিই এই ফোনটি ইউরোপিয়ান মার্কেটে গত মাসে লঞ্চ হয়ে গেছে আর এখন এটি ভারতেও এসে গেল। কোম্পানি পোকো এম3 প্রো 5জিকে ভারতে একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হিসেবে পেশ করা হয়েছে। এই ফোনকে সরাসরি প্রতিযোগিতা দেবে ইন্ডিয়াতে আগেই লঞ্চ হয়ে যাওয়া Realme 8 5G। আসুন আগে আপনাকে পোকো এম3 প্রো সম্পর্কে পুরো ডিটেইলসে তথ্য দিই।

POCO M3 Pro 5G এর ডিজাইন

পোকোর এই নতুন ফোন পাঞ্চহোল ডিসপ্লেতে লঞ্চ হয়েছে যাকে কোম্পানি ডট ডিসপ্লের নাম দিয়েছে। স্ক্রিনের তিনটি দিক বেজলস যুক্ত এবং হাল্কা চ‌ওড়া চিন পার্ট দেওয়া আছে। পাঞ্চহোল স্ক্রিনের উপরের দিকে মাঝে দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রিয়ার ক‍্যামেরা সেটাপ দেওয়া আছে যা লেফ্টের দিকে আছে। এই সেট‌আপকে পোকোর ব্রান্ডিং কভারের মধ্যে রাখা হয়েছে। ফোনের রিয়ারে থাকা POCO এর ব্রান্ডিং কোম্পানি এর আগে পোকো এম3 তেও দিয়েছিল। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাইট সাইডে থাকা পাওয়ার বাটনে এম্বেডেড করা আছে।

POCO M3 Pro 5G এর ডিসপ্লে

অতুলনীয় ডিজাইনের মতোই পোকো এম3 প্রো 5জি স্মার্টফোনে একটি খুবসুন্দর ডিসপ্লে আছে। এই ফোনটিকে কোম্পানি 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করেছে যা 2400 X 1080 পিক্সেল রেজিউলেশনের 6.5 ইঞ্চির ফুল‌এইচডি+ এলসিডি ডিসপ্লে সাপোর্ট করে। এছাড়া ফোনের ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড যা 90 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। এর সাথেই ফোনটি 1100 নিটস ব্রাইটনেস‌ও সাপোর্ট করে।

POCO M3 Pro এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য POCO M3 Pro তে রিয়ারে ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। এই সেট‌আপে 0.8µm পিক্সেলের সাথে 1/2.0″ সেন্সর আর অ্যাপার্চার f/1.8 এর 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া আছে। এছাড়া ফোনে দুটি 2MP ক‍্যামেরা (ম‍্যাক্রো আর ডেপ্থ) আছে। আবার ফ্রন্টে ভিডিও কলিং আর সেল্ফির জন্য 8MP এর ক‍্যামেরা আছে। এর সাথেই ফোন ক‍্যামেরার সাথে কিছু ফিল্টার‌ও পাবেন যা ফোটোগ্রাফি এক্সপেরিয়েন্স আরো ভালো করে।

POCO M3 Pro এর প্রসেসর

পোকো নিজের এই ফোনটিকে শক্তি দেওয়ার জন্য 7nm ডাইমেনশন এর 700 চিপ দিয়েছে। এতে 2.77Gbps পর্যন্ত পিক ডাউনলোড স্পিড আর Cortex-A76 কোরের এক জোড় থাকবে। এর সাথেই মালি G57 GPU থাকছে। তুলনার জন্য বেনিলা ME এর মধ্যে স্ন‍্যাপড্রাগন 662 চার কর্টেক্স-এ73 আধারিত কোর আর একটি অ্যাড্রিনো 610 এর সাথে একটি 11nm চিপ আছে। নতুন সিপিইউ কোর ব‍্যক্তিগত রূপে খুবই দ্রুত। আবার ফোনে আপনি 64GB বা 128GB UFS 2.2 স্টোরেজের সাথে যথাক্রমে 4GB বা 6GB RAM (LPDDR4X) পাবেন।

ব‍্যাটারী আর কানেক্টিভিটি অপশন

ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া আছে। আবার Poco M3 তে 6,000mAh এর ব‍্যাটারী ছিল। এছাড়া POCO ME Pro 5G এর ব‍্যাটারী 18W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড 11 বেস্ড MIUI 12 এ কাজ করে। আবার ফোনে সব বেসিক ফিচার্স দেওয়া আছে।

POCO M3 Pro 5G এর প্রাইস

POCO M3 Pro এর 4GB + 64GB ভার্সনের দাম 13,999 টাকা আর 6GB + 128GB ভার্সনের দাম 15,999 টাকা। কিন্তু কোম্পানি একটি স্পেশাল অফারের জন্য ফোনে 500 টাকার ডিসকাউন্ট এর ঘোষণা করেছে। যদি আপনি ফ্লিপকার্টে 14ই জুন এই ডিভাইস কেনেন তাহলে আপনি এই ডিসকাউন্ট পেতে পারেন। POCO এর নতুন ফোনকে ইয়েলো, কুল ব্লু আর পাওয়ার ব্ল‍্যাক কালার অপশনে আনা হয়েছে। এছাড়া ডিভাইসটি 14 জুন থেকে ই-কমার্স সাইট Flipkart এর মাধ্যমে সেলের জন্য উপলব্ধ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here