এসে গেল POCO X2, 8 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড হল বেঞ্চমার্কিং সাইটে

একটি মাত্র ফোন লঞ্চ করে জনপ্রিয় হয়ে ওঠা Xiaomi এর সাব ব্র‍্যান্ড Pocophone সম্পর্কে বিগত কিছু দিন ধরে বিভিন্ন লিক পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে 2018 সালে লঞ্চ হ‌ওয়া Poco F1 এর পর এবার কোম্পানি এই সিরিজের দ্বিতীয় স্মার্টফোন Poco F2 নিয়ে কাজ করছে। গত সপ্তাহে Poco F2 এর একটি ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ইন্টারনেটে শেয়ার করা হয়েছিল, যার ফলে সমস্ত গুজব ও লিক আরও শক্তি পায় এবং বোঝা যায় আগামী কয়েক দিনের মধ্যে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে কোনো ঘোষণা করা হতে পারে। কিন্তু এবার Poco F2 সম্পর্কে এমন একটি খবর আছে যা Xiaomi ফ‍্যান ও Pocophone প্রেমীদের খুশি করার জন্য যথেষ্ট। 

আরও পড়ুন: Exclusive : 21 জানুয়ারি থেকে শুরু হবে Samsung Galaxy Note 10 Lite এর প্রিবুকিং, ফেব্রুয়ারিতে সেল

চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Poco F2 ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। গত 14 জানুয়ারি এই লিস্টিং করা হয় এবং গীকবেঞ্চে ফোনটির নাম Xiaomi POCO X2 লেখা হয়েছে। এই লিস্টিঙের পর সমস্ত লিক নতুন আলো পেয়েছে। মনে করা হচ্ছে কোম্পানি Poco F2 এর সঙ্গে POCO X2 ও লঞ্চ করতে পারে। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে POCO X2 আসলে Poco F2 এর‌ই আরেক নাম।

POCO X2

গীকবেঞ্চে POCO X2 এর নামের সঙ্গে এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। লিস্টিঙে বলা হয়েছে এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনে 1.80 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়ার কথাও গীকবেঞ্চ থেকে জানা গেছে। বেঞ্চমার্কিং সাইটে POCO X2 এর চিপসেটের জায়গায় ‘phoenixin’ লেখা আছে। একটি চিপসেটের মডেল নাম্বার কত তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: 24 ঘন্টায় Xiaomi এর রেকর্ড, ভারতে শুধুমাত্র অফলাইন মার্কেটে সেল হল 10 লক্ষ ফোন

গীকবেঞ্চের তথ্য অনুযায়ী POCO X2 তে 8 জিবি র‍্যাম থাকবে। গীকবেঞ্চে সিঙ্গেল কোরে POCO X2 547 পয়েন্ট এবং মাল্টি কোরে 1767 পয়েন্ট পেয়েছে। গীকবেঞ্চের এই লিস্টিং ছাড়া POCO X2 সম্পর্কে এখনও পর্যন্ত অন্য কোনো তথ্য জানা যায়নি। তাই এখনই ফোনটির স্পেসিফিকেশন ও লঞ্চ সম্পর্কে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

POCO F2

এক টিপস্টার কিছু দিন আগে তাঁর টুইটে POCO F2 এর ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলেন। এই ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন Xiaomi এর পক্ষ থেকে শেয়ার করা হয়েছে যেখানে স্পষ্ট ভাবে POCO F2 লেখা আছে। শেয়ার করা ফাইলের মধ্যে একটি ইংরেজি এবং দ্বিতীয় ফাইলটি চীনা ভাষায় লেখা। এই ট্রেডমার্কে POCO F2 এর লঞ্চ ডেট বা এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি, তবে এই ডকুমেন্ট পেশ হ‌ওয়ায় নিশ্চিতরূপে বলা যায় Xiaomi এবং Pocophone তাদের POCO F2 অবশ্যই লঞ্চ করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোন সম্পর্কে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ

পোকোফোন গ্লোবাল হেড Alvin Tse এক ব‍্যাক্তির টুইটের রিপ্লাই করার সময় POCO F2 সম্পর্কে পোস্ট করেছিলেন। টুইটে সেই ইউজার পোকো ব্র‍্যান্ডের POCO F1 এর সাকসেসার অর্থাৎ আগামী ভার্সন সম্পর্কে জানতে চাইলে এলভিন লেখেন, “You will hear more from POCO in 2020.” অর্থাৎ আপনারা 2020 সালে POCO সম্পর্কে আরও বেশি তথ্য জানতে পারবেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই এলভিন তাঁর টুইট ডিলিট‌ও করে দেন। তবে এই টুইটের পর মনে করা হচ্ছে শাওমির পক্ষ থেকে POCO F2 নামে একটি ফোন লঞ্চ করা হতে পারে। তবে এখনই পোকোফোনের কোনো আগামী ফোন সম্পর্কে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here