লঞ্চের আগেই ওয়েবসাইটে লিস্টেড হল POCO X3 GT, শীঘ্রই হবে লঞ্চ

গত সপ্তাহে মিউআই এর ক‍্যামেরা অ্যাপের কোডে POCO X3 GT ফোনটি দেখার পর থেকে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হ‌ওয়া গেছে। এবার প্রথম কোনো সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। POCO X3 GT ফোনটি ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে নামের সঙ্গে স্পট করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ফোনটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। কিছু দিন আগেই ফোনটি TKDN এও দেখা গেছে। শোনা যাচ্ছে ভারতে POCO X3 GT ফোনটি Redmi Note 10 Pro 5G এর রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে পেশ করা হবে।

POCO X3 GT 

ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশনে POCO X3 GT সম্পর্কে কিছু তথ্য জানানো হয়েছে এবং এর মডেল নাম্বার বলা হয়েছে 21061110AG। এর আগে TKDN এ ফোনটি দেখা গিয়েছিল। তবে সেখানে ফোনের নাম উল্লেখ করা হয়নি বরং শুধুমাত্র একটি শাওমি ডিভাইস হিসেবে লিস্টেড করে দেওয়া হয়। এছাড়া একটি নতুন লিক দেখার পর ধারণা করা হচ্ছে এই ফোনটি চীনে লঞ্চ করা Redmi Note 10 Pro 5G এর রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে সেল করা হবে।

Redmi Note 10 Pro 5G এর স্পেসিফিকেশন

চীনে লঞ্চ করা Redmi Note 10 Pro 5G ফোনটিতে কোম্পানি 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.6 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 450 নিটস এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করবে। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ব‍্যবহার করা হয়েছে।

Redmi Note 10 Pro 5G ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM G77 MC9 GPU আছে। এছাড়া এতে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। লেটেস্ট Redmi Note 10 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12.5 এ কাজ করে।

ফোটোগ্রাফির জন্য Redmi Note 10 Pro 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে। 

Redmi Note 10 Pro 5G তে ইউএসবি টাইপ সি পোর্ট, আইআর ব্লাস্টার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্টেরিও স্পীকার আছে। এছাড়াও কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম, 5জি, 4জি, ওয়াইফাই, ব্লুটুথ, এন‌এফসি, জিপিএস, এ-জিপিএস, গ‍্যালিলিও, গ্লোনাস দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here