সেরা ইনস্টাগ্রাম Reel এডিটিং অ্যাপ, ভিউজ লাইক এবং ফলোয়ারের বন্যা বয়ে যাবে

Highlights

  • প্রায় 22 শতাংশ ভারতীয় ইনস্টাগ্রাম ব্যবহার করেন।
  • রিল ভিডিওগুলি ইনস্টাগ্রাম ইউজারদের মধ্যে ভীষণ জনপ্রিয়।
  • এই পোস্টে টপ ইনস্টাগ্রাম রিল ভিডিও এডিটিং অ্যাপের সম্পর্কে জানানো হল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram ভারতে ভীষণ জনপ্রিয়। আর সেইজন্যই ভারতে ইনস্টাগ্রাম ইউজারের সংখ্যা 321,200,000, যা ভারতীয় জনসংখ্যার প্রায় 22.4 শতাংশ। এটি থেকে স্পষ্ট যে ভারতীয়রা ইনস্টাগ্রামে প্রচুর সময় ব্যয় করে। মেটা-মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতে ইউজাররা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের রিল দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে। আপনিও যদি ইনস্টাগ্রামে রিল দেখে নিজেও একজন ইন্সটা রিল ক্রিয়েটর হতে চান, তাহলে আজকের এই পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে। কারণ এই পোস্টে আপনাদের সেরা রিল এডিটিং অ্যাপ সম্পর্কে জানানো হল। এই অ্যাপগুলির সাহায্যে আপনিও দারুণ রিল তৈরি করতে পারবেন। আরও পড়ুন: সিনেমাহলে এবং OTT-তে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা

কেন জরুরি রিল এডিটিং অ্যাপ?

ইনস্টাগ্রাম একটি ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম। আপনি যদি সরাসরি একটি ভিডিও পোস্ট করে দেন তাহলে সেটা দর্শকদের আকর্ষণ করবে না। তাই ভিডিও বানানোর পরে যদি এডিট না করেন তাহলে আপনার পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই রিল গুলি আরও আকর্ষনীয় করে তুলতে আপনাকে দুর্দান্ত ভিডিও এডিটিং করতে হবে। আপনি যত বেশি ভালো এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করবেন, তত বেশি লাইক এবং ফলোয়ার পাবেন।

সেরা ইনস্টাগ্রাম রিল এডিটিং অ্যাপ

  • VN Video Editor
  • Canva
  • Inshot
  • KineMaster
  • Splice
  • Filmora

VN Video Editor

VN ভিডিও এডিটর ইনস্টাগ্রাম ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়। এতে ইউজাররা ফ্রিতে অনেক উন্নত ফিচার পান।এর পাশাপাশি ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্কও থাকে না। এতে ইউজাররা সহজেই মাল্টি ফ্রেমের ভিডিও এডিটিং করতে পারবেন। এই অ্যাপের টপ ফিচারগুলি নিম্নরূপ –

  • ভিডিও এফেক্ট
  • ফিল্টার
  • ট্রিম
  • স্পিড
  • স্লিপ্ট
  • মিউজিক লাইব্রেরি

Canva

Canva অ্যাপটি অনলাইনে সবচেয়ে জনপ্রিয় ভিডিও এবং ইমেজ এডিটর অ্যাপগুলির মধ্যে অন্যতম। যারা প্রথমবার এডিটিং করছেন তাদের জন্য এটি অনেক সহজ। এখানে ফ্রিতে টেমপ্লেট পাওয়া যায়, যেখানে আপনি ক্রিয়েটিভ কন্টেন্ট ব্যবহার করতে পারেন। এর বিশেষ ফিচারগুলির সম্পর্কে কথা বললে, আপনি ভিডিও এডিট করার পরে সরাসরি পোস্ট করতে পারেন। এই অ্যাপের সেরা ফিচার গুলি হল –

  • ফ্রি টেমপ্লেট
  • ফিল্টার
  • অ্যানিমেশন
  • ট্রানজিশন
  • GIF এলিমেন্টস

Inshot

Inshot হল ভিডিও এডিটিং এর জন্য অন্যতম সেরা অ্যাপ। এর সাহায্যে, আপনি খুব সহজেই উল্লম্ব এবং অনুভূমিক ভাবে ভিডিও এডিটিং করতে পারেন। এছাড়াও আপনি সহজেই ভিডিও ফরম্যাট পরিবর্তন করতে পারেন। এই অ্যাপটির বিশেষত্ব হল আপনি ফোনে সেভ অডিও ফাইল ভিডিওতে অন্তর্ভুক্ত করতে পারেন। এই ভিডিও এডিটিং অ্যাপের টপ ফিচারগুলি হল-

  • এফেক্ট
  • ফিল্টার
  • ট্রানজিশন
  • স্পিড
  • অ্যানিমেশন

kinemaster

kinemaster অ্যাপটি রিল এডিট করার জন্য একটি দুর্দান্ত অপশন। এতেও ইউজাররা অনেক টেমপ্লেট এবং ফিচার পান, যার সাহায্যে ইউজাররা দুর্দান্ত রিল তৈরি করতে পারে। এই অ্যাপে ইউজাররা অডিও, ভিডিও এবং ইমেজের একটি বড় লাইব্রেরির অ্যাক্সেস পান। এই ভিডিও এডিটিং অ্যাপের টপ ফিচার গুলি হল:

  • অ্যানিমেশন
  • ট্রানজিশন
  • ইমপোর্ট এক্সপোর্ট অপশন
  • মোশন ট্র্যাকিং
  • টেক্সট এডিটিং

splice

splice অ্যাপে ভিডিও এডিটিং করার জন্য ইউজাররা অনেক এডভান্স ফিচার পান। এই অ্যাপটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক স্পিচ টু টেক্সট ফিচার সাপোর্ট করা হয়েছে। এর পাশাপাশি এই অ্যাপে ভিডিওগুলি কাট করা, ট্রিম করা এবং ক্রপ করার মতো ফিচারগুলিও রয়েছে। এছাড়াও রয়েছে

  • ইউনিক ট্রানজিশন
  • অ্যানিমেশন
  • স্লিপ্ট
  • টেক্সট এডিটর
  • মিউজিক এবং অডিও

Filmora

Filmora একটি অনলাইন ভিডিও এডিটিং অ্যাপ। এই অ্যাপটি বেশ জনপ্রিয়।এতে ইউজাররা অনেক প্রফেশনাল ফিচার রয়েছে, যার সাহায্যে আপনি ধামাকাদার রিল এডিট করতে পারবেন। এই অ্যাপে ইউজাররা ভিডিও দেখতে পারবেন আবার ভিডিও এডিট করার সময় ভয়েস ওভার করার একটি অপশনও রয়েছে। এর টপ ফিচার গুলি নিম্নরূপ:

  • স্টিকার
  • অ্যানিমেশন
  • টেক্সট
  • অডিও ইকুয়ালাইজার
  • পিকচার ইন পিকচার এফেক্ট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here