শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে POCO X6 Pro 5G, BIS-এ হল লিস্টেড

Highlights

  • POCO X6 সিরিজে দুটি মডেল পেশ করা হতে পারে।
  • সিরিজের POCO X6 Pro 5G ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
  • ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 চিপসেট থাকতে পারে।

পোকো তাদের এক্স সিরিজের অধীনে নতুন 5G স্মার্টফোন নিয়ে আসতে পারে। এই ফোন POCO X6 Pro 5G নামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই এই ফোন ভারতে লঞ্চ করার সম্ভাবনা আরও প্রব্ল হয়ে উঠেছে কারণ এই ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: ভারতে আসছে সস্তা স্মার্টফোন Samsung Galaxy A05, স্পেসিফিকেশন সহ জেনে নিন কবে হতে পারে লঞ্চ

POCO X6 Pro 5G এর BIS লিস্টিং

  • BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটি 23122PCD1I মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • ছবিতে দেখা যাচ্ছে BIS লিস্টিঙে POCO X6 Pro ফোনটির নাম উল্লেখ করা হয়নি, তবে মডেল নাম্বার আছে।
  • জানিয়ে রাখি POCO X6 Pro 5G ফোনটি এর আগেই IMEI ডেটাবেসে এই একই মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • এছাড়া প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
  • BIS সার্টিফিকেশন সাইটে দেখার পর মনে করা হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে।

POCO X6 সিরিজের সম্ভাব্য ডিটেইলস

রিপোর্ট অনুযায়ী POCO X6 সিরিজে দুটি মডেল লঞ্চ করা হবে। এই ফোনদুটি Poco X6 5G এবং Poco X6 Pro 5G নামে পেশ করা হতে পারে। এই দুটি ফোন Redmi Note 13 সিরিজের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে শোনা যাচ্ছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কোনো ঘোষণা করার অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: সামনে এল Redmi 13C এর টিজার, গ্লোবাল আমাজনে লিস্টেড হল দাম এবং স্পেসিফিকেশন

POCO X6 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO X6 Pro 5G ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দিয়ে সুরক্ষিত করা হতে পারে।
  • প্রসেসর: POCO X6 Pro 5G ফোনটিতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 চিপসেট যোগ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 740 জিপিইউ থাকতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR4X RAM + 512GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এতে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি HP3 সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO X6 Pro 5G ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি থাকতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 5, ডুয়েল সিমের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here