ভারতে আসছে সস্তা স্মার্টফোন Samsung Galaxy A05, স্পেসিফিকেশন সহ জেনে নিন কবে হতে পারে লঞ্চ

স্যামসাঙ গত সেপ্টেম্বর মাসে তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের পরিধি বাড়িয়ে Samsung Galaxy A05 ফোনটি লঞ্চ করেছিল। এই সস্তা ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চের পর এবার ভারতে আসার প্রস্ততি নিচ্ছে। কয়েক দিন আগেই এই ফোনের সাপোর্ট পেজ স্যামসাঙ ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছিল এবং এবার ফোনটির ইউজার ম্যানুয়াল পর্যন্ত কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সামনে এসেছে। আরও পড়ুন: সামনে এল Redmi 13C এর টিজার, গ্লোবাল আমাজনে লিস্টেড হল দাম এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy A05 এর ওয়েবসাইট লিস্টিং

প্রথমেই জানিয়ে রাখি এখনও পর্যন্ত স্যামসাঙ তাদের এই নতুন ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে এই ফোনের ইউজার ম্যানুয়াল কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে ফোনটির নামের সঙ্গে সঙ্গে এর ডিজাইন ডিটেইলস পর্যন্ত দেওয়া হয়েছে, যার ফলে ভারতে Samsung Galaxy A05 এর লঞ্চ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে। এই অফিসিয়াল ইউজার ম্যানুয়াল পড়ার জন্য এখানে ক্লিক করুন

Samsung Galaxy A05 এর ভারতে লঞ্চ ডিটেইলস (সম্ভাব্য)

কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে বাজারে এই ফোনটি লঞ্চ করবে বলে ধারণা করা হচ্ছে। ফোনটি দীপাবলির পরে ভারতে পেশ করা হতে পারে। অর্থাৎ নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে Samsung Galaxy A05 ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ করে দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানা যায়নি। আরও পড়ুন: শক্তিশালী চার্জিং ক্যাপাসিটি সহ সামনে এল OnePlus 12, 3সি সাইটে লিস্টেড হল এই ফোন

Samsung Galaxy A05 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • 6.7″ FHD+ Display
  • MediaTek Helio G85
  • 6GB RAM + 128GB Storage
  • 50MP Dual Rear Camera
  • 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পিএলএস স্ক্রিন 16 মিলিয়ন কালার সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর রয়েছে।

স্টোরেজ: গ্লোবাল মার্কেটে Samsung Galaxy A05 ফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A05 ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাকের সঙ্গে ব্লুটুথ, ওয়াইফাই এবং ডুয়েল সিমের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। এই ফোনটির থিকনেস 8.8 এমএম এবং ওজন 195 গ্রাম।

ওএস: কোম্পানির এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআইতে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here