সামনে এল Redmi 13C এর টিজার, গ্লোবাল আমাজনে লিস্টেড হল দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে Redmi 13C।
  • এই ফোনে Helio G85 চিপসেট যোগ করা হতে পারে।
  • এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে রেডমির আপকামিং স্মার্টফোন Redmi 13C। জানিয়ে রাখি ইতিমধ্যে এই ফোনের রিটেইল বক্স পর্যন্ত লিক হয়ে গেছে। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনের টিজার জারি করা হয়েছে। ফোনটির লঞ্চ ডেট এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এর আগেই ফোনটি গ্লোবাল আমাজন সাইটে দাম এবং স্পেসিফিকেশন সহ লিস্টেড করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: শক্তিশালী চার্জিং ক্যাপাসিটি সহ সামনে এল OnePlus 12, 3সি সাইটে লিস্টেড হল এই ফোন

Redmi 13C এর টিজার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে Redmi 13C ফোনটির নতুন টিজার পোস্ট করা হয়েছে। এতে ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনটির কিছু ফিচার এবং শীঘ্রই লঞ্চ হবে বলে জানানো হয়েছে।

  • পোস্টে ফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের ছবি শেয়ার করা হয়েছে।
  • এই ফোনের ফ্রন্ট প্যানেলে ওয়াটার ড্রপ নচ দেখা গেছে।
  • ব্যাক প্যানেলের ছবি দেখে জানা গেছে এই ফোনটি চারটি কালার অপশনে সেল করা হবে। ফোনটি ব্ল্যাক, ব্লু, গ্রীন এবং লাইট ব্লু কালারে পেশ করা হবে।
  • এছাড়া আরও বলা হয়েছে এই ফোনে মজবুত শক্তিশালী এবং স্টেবল পারফরমেন্সের পাশাপাশি বড় স্ক্রিন ও দারুণ ক্যামেরা থাকবে।

Redmi 13C এর দাম (গ্লোবাল আমাজন লিস্টিং)

গ্লোবাল আমাজন সাইটে নতুন Redmi 13C ফোনটি 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ $140.54 অর্থাৎ প্রায় 11,700 টাকা দামে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটি ব্ল্যাক ও নেভি ব্লু কালারে সেল করা হবে। আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য সুখবর, শুধু SIM বদলালেই ফ্রি পাওয়া যাবে 4GB ডেটা

Redmi 13C এর স্পেসিফিকেশন (গ্লোবাল আমাজন লিস্টিং)

  • ডিসপ্লে: আমাজন লিস্টিং থেকে জানা গেছে Redmi 13C ফোনে HD+ রেজলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এই ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট থাকবে।
  • প্রসেসর: গ্লোবাল আমাজন প্ল্যাটফর্ম থেকে জানা গেছে এই ফোনটিতে অক্টাকোর হেলিও G99 চিপসেট থাকবে। তবে এতে Helio G85 দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
  • ক্যামেরা: Redmi 13C ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 16W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
  • অন্যান্য: এই ফোনে ফেস আনলক ফিচার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4জি, ওয়াইফাই, 3.5 এমএম অডিও জ্যাক এবং জিপিএসের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here