প্রকাশ্যে এল POCO X7 Pro ফোনের দাম, AnTuTu স্কোর, ব্যাটারি ডিটেইলস, জেনে নিন বিস্তারিত

আগামী 9 জানুয়ারি ভারত সহ গ্লোবাল মার্কেটে POCO X7 সিরিজের POCO X7 এবং POCO X7 Pro স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সিরিজের লঞ্চ ইভেন্টের আগেই কোম্পানি ফোনগুলির ভারতীয় ও গ্লোবাল মডেলের পার্থক্য এবং Pro মডেলের চিপসেটের ডিটেইলস শেয়ার করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে POCO X7 Pro ফোনের দাম, AnTuTu স্কোর এবং ব্যাটারি ডিটেইলস প্রকাশ করা হয়েছে। জানিয়ে রাখি এগুলি গ্লোবাল মডেলের চেয়ে বেশ আলাদা। এছাড়া X7 Pro ফোনের একটি বিশেষ আয়রন ম্যান এডিশনও বাজারে আসতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব ডিটেইলস সম্পর্কে।

POCO X7 Pro ফোনের ভারতীয় দাম

  • ব্র্যান্ডের টিজার পোস্ট অনুযায়ী ভারতে POCO X7 Pro ফোনটি 30,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হবে।
  • মনে করিয়ে দিই ভারতে POCO X6 Pro ফোনটির 8GB + 256GB মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছিল।
  • অন্যদিকে POCO X6 ফোনটির একই স্টোরেজ ভেরিয়েন্ট 21,999 টাকা দামে পেশ করা হয়েছিল।

POCO X7 Pro ফোনটি সম্পর্কে এখনও জানা গেছে….

  • POCO X7 Pro ফোনটি ভারতে 6,550mAh ব্যাটারি সহ পেশ করা হবে। ফোনটির গ্লোবাল মডেলে 6,000mAh ব্যাটারি থাকবে। এত বড় ব্যাটারি সহ এটি ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে। এতে কার্বন সিলিকন টেকনোলজি এবং সলিড ইলেক্ট্রোলাইট যোগ করা হবে। এই ধরনের ব্যাটারিতে দারুণ ব্যাকআপ, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং স্পীড পাওয়া যায়।
  • POCO আরও জানিয়ে দিয়েছে 1600 চার্জিং সাইকেলের পরেও এই ব্যাটারি 80% পর্যন্ত পারফর্মেন্স দিতে পারবে। এই ফোনে সার্জ পি2 চার্জিং চিপ এবং সার্জ জি1 ব্যাটারি চিপ সহ 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। এই সেটআপ 58 সিকিউরিটি টেস্ট পাশ করেছে।
  • আগেই জানা গেছে POCO X7 Pro ফোনে Dimensity 8400 Ultra চিপসেট যোগ করা হবে। এই ফোনটি 1.7 মিলিয়ন AnTuTu স্কোর পেয়েছে। 8300 Ultra চিপসেট সহ POCO X6 Pro ফোনের 1.4 মিলিয়ন AnTuTu স্কোরের চেয়ে এটি প্রায় 20% বেশি হতে চলেছে।
  • এই আপকামিং ফোনটিতে LPDDR5x RAM, UFS 4.0 স্টোরেজ, AI হীট ম্যানেজমেন্ট, “ওয়াইল্ডবুস্ট অপ্টিমাইজেশন 3.0” টেকনোলজি থাকবে, যার ফলে সুন্দর গ্রাফিক্স পারফরমেন্স, কানেক্টিভিটি এবং ইন গেম অডিও ও “আলট্রা থিন 3D আইসলুপ কুলিং সিস্টেম” পাওয়া যাবে। এতে 5,000 মিমি² স্টেইনলেস স্টিল ভেপার চেম্বার যোগ করা হবে।
  • এতসব দুর্দান্ত হার্ডওয়্যার ছাড়াও দারুণ ইমেজ রেন্ডারিং, গেমে রিফ্রেশ রেট এবং নতুন UI সহ HyperOS 2.0 পাওয়া যাবে।

POCO X7 Pro Iron Man edition (গ্লোবাল)

POCO Global আপকামিং X7 Pro ফোনের আয়রন ম্যান ভেরিয়েন্ট টিজ করেছে। এই ফোনটি লাল রঙের হবে এবং ব্যাক প্যানেলে POCO লোগোর পাশাপাশি অ্যাভেঞ্জার্সের লোগো রয়েছে। ব্যাক প্যানেলে মাঝ বরাবর আয়রন ম্যানের ব্র্যান্ডিং থাকবে।

ফোনটির রেয়ার ক্যামেরা মডিউল গ্রে কালারের। ফোনটির সাইড প্যানেলও ডার্ক গ্রে রঙের, ডিজাইনের পার্থক্য বাদ দিলে এই ফোনের স্পেসিফিকেশন POCO X7 Pro ফোনের গ্লোবাল মডেলের মতোই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here