6,650mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ ভারতে এসে গেছে POCO X7 Pro স্মার্টফোন, দেখে নিন ফিচার ডিটেইলস

POCO অফিসিয়ালি তাদের X7 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে একটি ইভেন্টের মাধ্যমে এই সিরিজের অধীনে POCO X7 এবং POCO X7 Pro স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। POCO X7 সিরিজ ভারতীয় বাজার সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনগুলি POCO X6 এবং X6 Pro ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO X7 সিরিজের অধীনে লঞ্চ হওয়া X7 Pro ফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে।

POCO X7 Pro এর দাম এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে POCO X7 Pro ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
  • POCO X7 Pro ফোনটি অবসিডিয়ান ব্ল্যাক, নেবুলা গ্রীন এবং ইয়েলো মতো কালার অপশনে সেল করা হবে।
ভেরিয়েন্ট দাম
8GB + 256GB 27,999 টাকা
12GB + 512GB 29,999 টাকা

 

  • 14 জানুয়ারি দুপুর 12:00টা থেকে শপিং সাইট প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে সেল শুরু হবে।
  • আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা 2,000 টাকা এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। এছাড়া 12 মাসের নো-কোস্ট EMI অপশনও দেওয়া হচ্ছে।
  • জানিয়ে রাখি সেল শুরু হওয়ার প্রথম দিন 1,000 টাকার এডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফারের পর ফোনটির দাম 24,999 টাকা এবং 26,999 টাকা হবে।

POCO X7 Pro এর ডিজাইন

POCO X7 Pro ফোনটিতে ফ্ল্যাট এবং পাঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির রেয়ার প্যানেলে ডুয়েল কালার ডিজাইন রয়েছে। এতে ভার্টিক্যাল ডুয়েল ক্যামেরা, নিচে টাইপ-সি চার্জিং পোর্ট, সিম ট্রে ও স্পিকার গ্রিল যোগ করা হয়েছে।

POCO X7 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.67″ 1.5K OLED Display
RAM-স্টোরেজ 12GB RAM + 512GB storage
প্রসেসর MediaTek Dimensity 8400 Ultra
রেয়ার ক্যামেরা 50MP Back Camera
ফ্রন্ট ক্যামেরা 20MP Front Camera
ব্যাটারি 6,550mAh Battery
চার্জিং 90W fast charging

 

ডিসপ্লে

POCO X7 Pro ফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। ওএলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1920Hz PWM ডিমিং এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক Dimensity 8400 আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে। এই 8-কোর প্রসেসর 3.25GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G720 MC6 GPU রয়েছে। অন্যদিকে POCO X7 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2 সহ লঞ্চ করা হয়েছে।

স্টোরেজ

ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.0 storage ফিচার সহ কাজ করে। চীনে ফোনটি 12GB RAM এবং 16GB RAM দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনের দুটি ভেরিয়েন্টে 256GB এবং 512GB স্টোরেজ সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ও EIS ফিচারযুক্ত এফ/1.5 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LTY-600 প্রাইমারি সেন্সর সহ এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 8 মেগাপিক্সেল Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য POCO X7 Pro ফোনে এফ/2.2 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 20 মেগাপিক্সেল OV20B সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Poco X7 Pro ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,550mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে carbon-silicon battery রয়েছে, যা 35°C তাপমাত্রাতেও ডিউরেবিলিটি পাওয়া যায়। এই ব্যাটারি মাত্র 45 মিনিটে 100% চার্জ হয়ে যায়।

সফটওয়্যার

কোম্পানির পক্ষ থেকে Poco X7 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2 সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

POCO X7 ফোনের নতুনত্ব

POCO X7 Pro ফোনটি গত বছর মিড রেঞ্জে লঞ্চ হওয়া জনপ্রিয় POCO X6 Pro ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছে। X7 Pro ফোনটি ডিজাইনের ক্ষেত্রে আগের মডেলের থেকে অনেকটাই আলাদা রয়েছে। এতে ডুয়েল টোন ফিনিশ এবং নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। আগের ডিজাইনের থেকে পুরোপুরি আলাদা।

এই ফোনটিতে আগের থেকে আরও ভালো পিক ব্রাইটনেস এবং প্রোটেকশন পাওয়া যাবে। POCO X7 Pro ফোনটিতে শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং স্পীড রয়েছে। সবমিলিয়ে আগের X6 Pro মডেলের তুলনায় POCO X7 Pro ফোনটিতে নতুন ফিচার যোগ করা হয়েছে।

POCO X7 Pro ফোনের অল্টারনেটিভ ফোন

আমরা নিচে দাম এবং স্পেসিফিকেশন উপর ভিত্তি করে ভারতে লঞ্চ হওয়া POCO X7 Pro ফোনের বেশি কিছু অল্টারনেটিভ ভারতীয় মডেলের লিস্ট দিয়েছি।

ফোন প্রাথমিক দাম
OnePlus Nord 4 29,999 টাকা
Motorola Edge 50 27,999 টাকা
Redmi Note 14 Pro 24,999 টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here