BIS সাইটে লিস্টেড হল Redmi Note 14 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আগামী কয়েক সপ্তাহের মধ্যে শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের নোট 14 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro + এই তিনটি স্মার্টফোন বাজারের পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু এর আগেই আমরা প্রো মডেলটি ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে স্পট করেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Redmi Note 14 Pro এর বিআইএস লিস্টিং

  • বিআইএস প্ল্যাটফর্মে রেডমির আপকামিং স্মার্টফোনটি 24094RAD4I মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনটির Redmi Note 14 Pro নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • এই মডেল নাম্বারের শেষে ‘I’ থাকার জন্য এটি ভারতীয় মডেল হবে বলে জানা গেছে। অর্থাৎ ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • বেশ কিছু দিন আগে একই মডেল নাম্বার সহ IMEI ডেটাবেসে দেখা গিয়েছিল, তাই ধারনা করা হচ্ছে ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে।
  • জানিয়ে রাখি রেডমি নোট 14 সিরিজ আগে লঞ্চ হওয়া রেডমি নোট 13 সিরিজের আপগ্রেড ভার্সন হতে চলেছে। এই সিরিজের অধীনে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro + স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছিল।

Redmi Note 14 সিরিজের সম্ভাব্য ডিটেইলস

  • রিপোর্ট অনুযায়ী Redmi Note 14 সিরিজের অধীনে Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।
  • Redmi Note 14 সিরিজের Pro+ মডেলটিতে কার্ভ-এজ ডিজাইন দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • Redmi Note 14 Pro+ ফোনটি OLED ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পেশ করা হতে পারে।
  • আপকামিং Redmi Note 14 ফোনটিতে হাই রিফ্রেশ রেট এবং 1.5K AMOLED ডিসপ্লে প্যানেল সহ লঞ্চ করা হতে পারে।
  • লিক অনুযায়ী আপকামিং Redmi Pro মডেলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 SoC চিপসেট দেওয়া হতে পারে। তবে Pro+ মডেলটিতে MediaTek Dimensity 7350 Pro চিপসেট থাকতে পারে।
  • Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ দুটি মডেলেই 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
  • Redmi Note 14 সিরিজের স্মার্ট ফোনগুলিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • চীনের 3C সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী Redmi Note 14 5G ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here