ভারতে আসতে চলেছে Oppo A9, জানা গেল ওয়েবসাইট থেকে, দাম হবে মাত্র 15,990 টাকা

গত সপ্তাহে টেক কোম্পানি Oppo সম্পর্কে একটি খবরে আমরা লিখেছিলাম যে কোম্পানি ভারতে তাদের A সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে এবং খুব তাড়াতাড়ি এদেশে এই সিরিজের নতুন স্মার্টফোন Oppo A9 লঞ্চ করে দেবে। আমাদের রিপোর্টে আমরা ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে এর দাম সম্পর্কেও বলেছিলাম। আজ আমাদের রিপোর্টের পাশাপাশি স্বয়ং কোম্পানি এই ফোনটিকে টিজ করা শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি Oppo A9 ভারতীয় বাজারে সেল করা শুরু হবে।

8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 19 জুলাই লঞ্চ হবে Oppo K3, জানালো কোম্পানি

Oppo A9 সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কোনো তথ্য জানা যায়নি, তবে Google এ “Oppo A9” লিখে সার্চ করলে এই ফোনটি সম্পর্কে একটি লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটি ওপ্পোর অফিসিয়াল ইন্ডিয়ান ওয়েবসাইট। এই লিঙ্কে ক্লিক করলে ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইটে পেজ রিডাইরেক্ট হয়ে যায়। ওয়েবসাইটে অনেক খুঁজেও Oppo A9 স্মার্টফোন সম্পর্কে কিছুই পাওয়া যায়নি। তবে গুগল সার্চ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি Oppo A9 ভারতে লঞ্চ হবে।

সম্ভাব্য দাম
Oppo A9 ভারতীয় বাজারে 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনটির দাম হবে 15,990 টাকা এবং ফোনটি অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে। কোম্পানির পক্ষ থেকে Oppo A9 এর লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি। তবে আশা করা হচ্ছে ফোনটির লঞ্চ ডেটের সঙ্গে সঙ্গে ফোনটির সেল সম্পর্কিত তথ‍্য‌ও খুব তাড়াতাড়ি জানা যাবে।

Exclusive : 4 নয়, ভারতে লঞ্চ হবে Realme 5, Realme 4 এর লিক হ‌ওয়া বক্স ফেক

স্পেসিফিকেশন
Oppo A9 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.70 শতাংশ। Oppo A9 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে চীনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 এর সঙ্গে কাজ করে। প্রসেসিঙের জন্য Oppo A9 এ 2.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।

ভারতে ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে। এর সঙ্গে এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি72 এমপি3 জিপিইউ আছে। ফোটোগ্ৰাফির জন্য Oppo A9 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Oppo A9 এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হলো Realme 3i, Xiaomi এর লো বাজেট স্মার্টফোনের জন্য কড়া প্রতিযোগিতা

Oppo A9 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। উন্নত গেমিং এক্সপেরিয়েন্সের জন্য কোম্পানি এতে গেম বুস্ট 2.0 মোড যোগ করেছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,020 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতে ফোনটি মার্বেল গ্ৰিন ও ফ্লোরাইট পার্পল কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here