প্রকাশ্যে Realme 12 Pro+ এর রেন্ডার, জেনে নিন কেমন হবে এই স্মার্টফোন

Highlights

  • প্রকাশ্যে এসেছে এই আপকামিং ফোনের একটি ছবি।
  • ফোনটি Realme 12 Pro+ বলেই মনে করা হচ্ছে।
  • এতে পেরিস্কোপ লেন্স দেওয়া হতে পারে।

Realme শীঘ্রই তাদের ইউজারদের জন্য একটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করতে পারে। ব্র্যান্ডের নতুন ফোনের একটি ছবি প্রকাশ্যে এসেছে। এই ফোনটি Realme GT 5 Pro বা Realme 12 Pro+ নামে বাজারে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি সম্প্রতি কোম্পানি একটি নতুন ফোনের ছবি টিজ করেছিল। এর সঙ্গে এই নতুন ছবির যথেষ্ট সাদৃশ্য রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই লিক রেন্ডার এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme 12 Pro+ (লিক)

  • রিয়েলমির এই নতুন ফোনটি সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে রেন্ডার দেখা গেছে।
  • এই ফোনটি Realme GT 5 Pro হবে বলে জানানো হয়েছে। তবে ফোনটির ডিজাইন সম্প্রতি লঞ্চ করা Realme GT 5 এর থেকে বেশ কিছুটা আলাদা।
  • এই ফোনটি Realme 12 Pro+ হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় টিপস্টার অভিষেক যাদবও এই ফোনটি সম্পর্কে পোস্ট শেয়ার করেছেন।
  • লিকে দেখা যাচ্ছে ফোনটিতে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ, দুটি গোল ক্যামেরা লেন্স এবং একটি রেকট্যাঙ্গুলার শেপের লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে “ম্যাক্স ক্যান জুম” টেক্সট লেখা রয়েছে।
  • ফোনের ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
  • ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন রয়েছে।
  • সবদিক থেকে ফোনের লুক যথেষ্ট ইউনিক।
  • এখন শুধু অপেক্ষা এই ফোনটি Realme 12 Pro+ হিসাবে পেশ হবে নাকি Realme GT 5 Pro নামে।

Realme 12 Pro+ এর ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • সম্প্রতি কোম্পানির গ্লোবাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নতুন ফোনের তথ্য প্রকাশ্যে এসেছিল।
  • এই লিস্টে ফোনের নাম বলা হয়নি। প্রথমে এটিকে Realme GT 5 Pro বলে মনে করা হয়েছিল। তবে এখন আশা করা হচ্ছে ফোনটি Realme 12 Pro+ হতে পারে।
  • পোস্টে দেখা যাচ্ছে ফোনে ম্যাক্স জুমের কথা বলা হয়েছে। অর্থাৎ এই ফোনে সুন্দর পেরিস্কোপ লেন্স থাকতে পারে।
  • এর সঙ্গে লেখা আচে “This light will shine on realme. Just wait…”।
  • টিজার দেখে মনে করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here