গত মাসে রিয়েলমি তাদের 13 প্রো সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এবার এই সিরিজের অধীনে Realme 13+ 5G স্মার্টফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি আপকামিং ফোনটি ভারতের বিআইএস সাইট সহ ক্যামেরা FV5 ডেটাবেস, গীকবেঞ্চ, TUV, EU ডিক্লেরেশন, FCC, ইন্দোনেশিয়া টেলিকম এবং EEC সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। তাই এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
Realme 13+ 5G এর লিস্টিং ডিটেইলস
- ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং Realme 13+ ফোনটি RMX5000 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- ইন্দোনেশিয়া লিস্টিঙে Realme 13+ 5G ফোনটির ছবি দেখা গেছে।
- গীকবেঞ্চ, TUV, EU ডিক্লেরেশন, FCC এবং EEC সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে Realme 13+ 5G ফোনটি RMX5000 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- ক্যামেরা FV5 ডেটাবেস অনুযায়ী Realme 13+ 5G ফোনটিতে 12.5MP ক্যামেরা দেওয়া হতে পারে। আপকামিং ফোনটি পিক্সেল বাইনিং সহ প্রায় 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে ইলেক্ট্রনিক ইমেজ স্টেবলাইজেশন (EIS) এবং f/1.8 অ্যাপারচার থাকবে বলে জানা গেছে।
- TUV সার্টিফিকেশন সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Realme 13+ 5G ফোনটিতে 4,880mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটি লঞ্চের সময় 5,000mAh ব্যাটারি থাকতে পারে।
- গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Realme 13+ 5G ফোনটি কমপক্ষে 6GB RAM, Android 14 এবং 2.50 GHz পর্যন্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
- এই ফোনটি গীকবেঞ্চ সাইটে সিঙ্গেল-কোর টেস্টে 1,043 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2,925 স্কোর পেয়েছে।
- FCC লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Realme 13+ 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 SoC প্রসেসর দেওয়া হতে পারে। এটি Mali-G615 MC2 জিপিইউ এবং Realme UI 5.0 সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
- আপকামিং Realme 13+ 5G ফোনটির ডিজাইন Realme 13 Pro সিরিজের মতোই দেখাচ্ছে।
- এই ফোনটিরও ব্যাক প্যানেলে সিগনেচার সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। এর সামনে পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- TENAA সার্টিফিকেশন সাইট অনুযায়ী এই ফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
- ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে।
- এই ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 512GB স্টোরেজ এবং 16GB RAM + 1TB মতো চারটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে।