কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে 9 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Realme 5i, দাম অত্যন্ত সস্তা

আজ রিয়েলমি আন্তর্জাতিক মঞ্চে তাদের “রিয়েলমি 5” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Realme 5i স্মার্টফোন লঞ্চ করছে। আজ দীর্ঘ দিন অপেক্ষার পর ফোনটি ভিয়েতনামে লঞ্চ করা হচ্ছে। তবে ভিয়েতনামে লঞ্চের আগেই রিয়েলমি ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে Realme 5i ফোনটি আগামী 9 জানুয়ারি ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন আগামী 9 জানুয়ারি ভারতে Realme 5i লঞ্চ করা হবে। ওই দিন দুপুর 12:30টার সময় অনলাইন স্ট্রীমিঙের মাধ্যমে এই ফোনটি পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির প্রোডাক্ট পেজ বানানো হয়েছে।

আরও পড়ুন: রিয়েলমি ইন্ডিয়ার সিইও শেয়ার করলেন Realme এর প্রথম 5G ফোনের ফোটো, জেনে নিন কেমন দেখতে এই ফোন এবং কবে লঞ্চ হবে

রিয়েলমি ভিয়েতনাম তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মের মাধ্যমে বেশ কিছু দিন ধরে Realme 5i ফোনটি টিজ করে চলেছে। এখনও পর্যন্ত পাওয়া লিক ও রিপোর্টের তথ্য অনুযায়ী Realme 5i এর মডেল নাম্বার RMX2030 হবে। এই ফোনটি 6.5 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী Realme 5i ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Realme 5i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের‌ই একটি ম‍্যাক্রো লেন্স থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme 5i তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে।

আরও পড়ুন: 1 মার্চ থেকে কমে যাবে টিভি দেখার খরচা, সরকারের পক্ষ থেকে নতুন বছরের উপহার

রিয়েলমি তাদের এই আগামী ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 এর সঙ্গে পেশ করতে পারে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি স্ন‍্যাপড্রাগন 665 এস‌‌ইই চিপসেটে রান করবে। প্রকাশিত ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। এক‌ইভাবে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 5i তে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেখা যেতে পারে। Realme 5i ফোনটি গ্ৰিন ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here