8 আসতে চলেছে বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, প্রথম লঞ্চ ভারতেই

স্মার্টফোন জগত বদলে যেতে চলেছে। এতদিন যেখানে সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন ছিল 48 মেগাপিক্সেলের, সেখানে এবার 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন বাজারে লঞ্চের জন্য প্রস্তুত। Xiaomi ও Realme উভয় কোম্পানি জানিয়ে দিয়েছে তারা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই ফোন টেক মঞ্চে পেশ করা হবে। এই দৌড়ে সবার থেকে এগিয়ে Realme জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 8 আগস্ট বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জেনে খুশি হবেন যে এই টেকনোলজি সর্বপ্রথম ভারতেই পেশ করা হবে।

Vivo V15 Pro এর দাম কমলো 3,000 টাকা, জেনে নিন নতুন দাম

Realme অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে কোম্পানি আগামী 8 আগস্ট 64 মেগাপিক্সেল ক‍্যামেরা টেকনোলজি থেকে পর্দা তুলতে চলেছে। Realme 8 আগস্ট দেশের রাজধানী দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টের মঞ্চেই বিশ্বের সামনে প্রথমবারের মতো 64 মেগাপিক্সেল টেকনিক দেখানো হবে। তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে Realme জানিয়েছে কোম্পানি “Realme Camera Innovation Event” এয়64 মেগাপিক্সেল Quad Camera দেখাবে।

Realme এর এই টুইট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই দিন কোম্পানি কোনো নতুন স্মার্টফোন লঞ্চ করবে না, বরং সরাসরি 64 মেগাপিক্সেল ক‍্যামেরা টেকনোলজির পর্দা উন্মোচন করবে। কোম্পানির টুইট করা ইমেজে কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেখানো হয়েছে। অর্থাৎ 8 আগস্ট পেশ হতে চলা ক‍্যামেরা টেকধিকে যে প্রোটোটাইপ ফোন ব‍্যবহার করা হবে তা চারটি রেয়ার ক‍্যামেরাযুক্ত হবে। Realme Camera Innovation Event এর মঞ্চে দেখানো ক‍্যামেরা টেকনিক আগামী দিনে কোম্পানির ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনে ব‍্যবহার করা হবে।

Exclusive : Samsung আনতে চলেছে অত্যন্ত কম দামে ডুয়েল ক‍্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত Galaxy A10s, তথ্য হলো লিক

Realme 64 MP Quad Camera
Realme এর 64 MP Quad Cameraটেকনিক সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই টেকনোলজির সাহায্যে 9216 × 6912 পিক্সেল রেজলিউশনযুক্ত আল্ট্রা-হাই পিক্সেল ইমেজ ক‍্যাপচার করা সম্ভব। 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোনের ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে একটি আয়তাকার রিং দেওয়া হবে এবং এই রিঙের মধ্যেই চারটি ক‍্যামেরা সেন্সর একটি লাইনে অবস্থান করবে। সবচেয়ে ওপরের ক‍্যামেরা সেন্সরটি গোল্ডেন রিঙের মধ্যে রাখা হবে। এই প্রথম সেন্সরের নিচেই 64 মেগাপিক্সেল লেখা থাকবে। 64 MP Quad Camera সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট থাকবে এবং এই ক‍্যামেরা সেট‌আপ AI ফিচারযুক্ত হবে।

64 মেগাপিক্সেল ক‍্যামেরা কিভাবে কাজ করবে?
জেনে রাখুন স‍্যামসাঙের পেশ করা নতুন ISOCELL Bright GW1 টেকনিক pixel-merging Tetracell technology ও remosaic algorithm এর সমন্বয়ে তৈরি। এই দুটি অ্যাডভান্স টেকনোলজিকে এক সঙ্গে মিলিয়ে স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর লো।লাইটে 16 মেগাপিক্সেল ফোটো ক্লিক করে। এই সেন্সর 16 মেগাপিক্সেলে এক সঙ্গে চারটি ফোটো ক‍্যাপচার করে এবং চারটি আলাদা আলাদা ফোটো ফাইল এক সঙ্গে জুড়ে একটি 64 মেগাপিক্সেলের ফোটো ফাইল বানায়।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও তিনটি রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Y9 Prime, জেনে কবে কখন সেল হবে

এছাড়া ISOCELL Bright GW1 ক‍্যামেরা সেন্সর 100 ডেসিবল (DB) পর্যন্ত রিয়েল টাইম হাই ডায়নামিক রেঞ্জ (HDR) সাপোর্ট করে। এর ফলে ফোনে তোলা ফোটো অত্যন্ত হাই কোয়ালিটির হয় এবং ফোটোয় সব রং খুব স্পষ্ট ও শার্প দেখা যায়। স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর টেকনিক ডুয়েল কম্বর্শন গেইম (DCG) যুক্ত যা ক‍্যামেরায় ধরা পড়া আলোকে ইলেকট্রনিক সিগন্যালে বদলে দেয়।

স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর ইলেকট্রনিক সিগন্যালে পরিণত এই আলোকে ফুল ওয়েল ক‍্যাপাসিটি (FWC) এর সাহায্যে অপ্টিমাইজ করে ফোটোকে সঠিকভাবে ব্রাইট করে। এই ক‍্যামেরা সেন্সর টেকনিকের সাহায্যে Samsung Galaxy A70S 480fps স্পীডে ফুল এইচডি স্লো মোশন ভিডিও বানাতে সক্ষম হবে। এর সঙ্গে Galaxy A70S হাই পারফরম্যান্স ফেজ ডিটেকশন অটো ফোকাস টেকনিক (Super PD) এর মতো অত‍্যাধুনিক টেকনিকযুক্ত হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here