চীনের টেক কোম্পানি রিয়েলমি বর্তমানে ভারতের মার্কেটে Realme 9 সিরিজের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 18 জানুয়ারি এই সিরিজের প্রথম ফোন হিসেবে Realme 9i ফোনটি পেশ করা হবে। আমরা এর আগে একটি রিপোর্টে জানিয়েছিলাম কোম্পানি এই মাসে অর্থাৎ জানুয়ারিতে আন্তর্জাতিক মার্কেটে Realme 9 ও Realme 9 Pro ফোনদুটি লঞ্চ করা হবে যা পরবর্তী সময়ে ভারতেও সেল করা হবে। এবার SmartPrix এবং OnLeaks মিলিতভাবে Realme 9 Pro ফোনটির রেন্ডার এবং স্পেসিফিকেশন শেয়ার করেছেন।
Realme 9 Pro এর ডিজাইন
আপকামিং Realme 9 Pro এর রেন্ডার দেখে জানা গেছে এতে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ব্যাক প্যানেলে কোম্পানির ব্র্যান্ডিঙের পাশাপাশি LED ফ্ল্যাশসহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটির ক্যামেরা মডিউল অনেকটা Realme GT 2 Pro এর মতো। Realme 9 Pro এর ফ্রন্ট প্যানেলে অত্যন্ত পাতলা বেজল দেওয়া হয়েছে। এর মধ্যে ওপরের বেজলে স্পীকার/মাইক্রোফোন গ্ৰিল অবস্থিত। ফোনটির বাঁদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং সিম ট্রে দেওয়া হবে এবং ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন থাকবে। এছাড়া ফোনের নিচের প্যানেলে USB Type-C পোর্ট, স্পীকার গ্ৰিল এবং মাইক্রোফোন দেওয়া হতে পারে।
Realme 9 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
আপকামিং Realme 9 Pro ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.59-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। Realme 9 Pro ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটে রান করবে। এছাড়া হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 619 GPU যোগ করা হতে পারে। জানিয়ে রাখি এই একই কোয়ালকমের চিপসেট এর আগে Moto G71 ফোনে ব্যবহার হতে দেখা গেছে।
আগেই জানিয়েছি ফোটোগ্রাফির জন্য Realme 9 Pro তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের পাশাপাশি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো বা ডেপ্থ অথবা B&W পোর্ট্রেট লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W অথবা 65W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন