Realme 9 Series এর ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোম্পানি জানালো দুটি গুরুত্বপূর্ণ তথ্য, জানুন কবে হবে এই ফোনের এন্ট্রি

Realme শুক্রবার দুটি নতুন স্মার্টফোন Realme 8s 5G আর Realme 8i এর সাথে নিজের প্রথম ট‍্যাবলেট Realme Pad কে পেশ করেছিল। আবার কোম্পানি Realme 8s 5G কে একদম নতুন ডায়মেনশান 810 চিপসেটে‌র সাথে মার্কেটে এনেছে। এর সাথেই Realme 8i কে Mediatek চিপসেট Helio G96 এর সাথে এনেছে। অথচ Realme লঞ্চ ইভেন্টে‌র সময় কোম্পানি Realme 9 India লঝ্চ সম্পর্কে‌ও ঘোষণা করেছে। Realme জানিয়েছে যে Realme 9 সিরিজ এই বছরের বদলে 2022 এ লঞ্চ হবে।

Realme 9 Series ইন্ডিয়া লঞ্চ

কোম্পানি আজকে লঞ্চ ইভেন্টের সময় ঘোষণা করেছে যে Realme 9 সিরিজ 2022 এ লঞ্চ হবে। অথচ ইভেন্টের সময় কোনো সঠিক তারিখ বা অন্য কোনো তথ্য জানায়নি। আশা করা হচ্ছে যে কোম্পানির রিয়েলমি 9 সিরিজের ফোন রিয়েলমি 8 সিরিজের ফোনের আপগ্রেডেড স্পেসিফিকেশন্স আর ফিচার যুক্ত হবে।

কিছুসময় দেখা গেছে যে রিয়েলমি এক বছরে দুটি নাম্বারের স্মার্টফোন সিরিজ নিয়ে আসে, গত বছরেও কোম্পানি Realme 6 আর Realme 7 সিরিজ লঞ্চ করেছিল। কিন্তু এই বারে কোম্পানি নতুন সিরিজকে আগামী বছরে পিছিয়ে দিয়েছে।

Realme 8s 5G ও Realme 8i এর স্পেসিফিকেশন্স

Realme 8s 5G তে 6.5 ইঞ্চির ফুল HD+ LCD আছে, যার রিফ্রেশরেট 90Hz। স্মার্টফোনটি ডায়মেনশান 810 চিপসেটে কাজ করে, যেটিকে 6GB/8GB LPDDR4X র‍্যাম আর 127GB ইন্টারনাল স্টোরেজের সাথে যোগ করা হয়েছে। এটি ডায়নেমিক র‍্যামের সাথে আসে, যা র‍্যামকে 13GB পর্যন্ত বাড়াতে পারে। 33W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ফোনে 5,000mAh এর ব‍্যাটারী আছে।

এছাড়া ফোনে রেয়ারে 64MP সেন্সর f/1.7 অ্যাপার্চার লেন্সের সাথে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ আছে, আবার ফোনে সেল্ফির জন্য 16MP এর ফ্রন্ট-ফেসিং ক‍্যামেরা আছে। এটি Android 11 এর সাথে Realme UI 2.0 তে চলে। Realme 8s 5G দুটি কালার- ইউনিভার্স ব্লু আর ইউনিভার্স পার্পলের সাথে 13 সেপ্টেম্বর ফ্লিপকার্টে‌র মাধ্যমে 17,999 টাকায় (4GB র‍্যাম) আর 19,999 টাকায় (6GB র‍্যাম) কেনা যাবে।

অন‍্যদিকে Realme 8i 120Hz রিফ্রেশরেটে‌র সাথে 6.6 ইঞ্চির FHD LCD দেওয়া আছে। এছাড়া ফোনে 4GB/6GB র‍্যাম আর 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ আছে যা Helio G96 চিপসেট যুক্ত। আবার রেয়ার ক‍্যামেরা মডিউলে দুটি 2MP B&W আর ম‍্যাক্রো ক‍্যামেরার সাথে 50MP এর প্রাথমিক ক‍্যামেরা আছে। Realme 8i ফ্লিপকার্টে‌র মাধ্যমে 14 সেপ্টেম্বর 13,999 টাকা শুরুর দামে সেল হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here