জানা গেল শাওমি পোকো এফ1 এর নতুন ভেরিয়েন্টের দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের সম্পর্কে

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি তাদের ব্র‍্যান্ড পোকোর এফ1 আরমর্ড এডিশন পেশ করেছে। এই লঞ্চের কথা ক্রিসমাসের আগেই পোকোর জেনারেল ম্যানেজার মনমোহন তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছিলেন। আজ ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। এবার কোম্পানি ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করেছে। এবং ফোনটির দাম 23,999 টাকা।

48 এমপি ক‍্যামেরা, হোল ডিসপ্লে ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল হুয়াই নোভা 4, জেনে নিন এর ফিচার ও স্পেসিফিকেশন

এর আগে এই বছরই কোম্পানি পোকো এফ1 এর স্পেশাল এডিশন 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের সঙ্গে পেশ করেছিল, যার দাম 28,999 টাকা। নতুন পোকো এফ1 আর্মড এডিশনের তথ্য কোম্পানির অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে টুইট করে দেওয়া হয়েছে।

পোকো এফ1 আর্মড এডিশনের দাম:
কোম্পানি পোকো এফ1 আর্মড এডিশনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা রেখেছে। এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট মি ডট কম থেকে কেনা যাবে। ফোনটির সেল এর মধ্যেই শুরু হয়ে গেছে। ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার সময় অ্যাক্সিস ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে 5 শতাংশ ইনস্ট‍্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইটের‌ও প্রস্তুতি শুরু, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে হতে পারে লঞ্চ

পোকো এফ1 আর্মড এডিশনের স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এতে 6.18 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওতে কাজ করে। ফোনটির অন‍্যতম বিশেষত্ব হল ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ডুয়েল রেয়ার ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম আর 128 জিবি মেমরির সাথে ভারতে লঞ্চ হল নোকিয়া 8.1, জেনে নিন এই ফোনের সম্পর্কে সবকিছু

কানেক্টিভিটির জন্য পোকো এফ1 এ ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্ট করে। এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে কুইক চার্জ 3.0 টেকনিক আছে। এই ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here